

আগামীকাল (১২ জানুয়ারি) বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বোর্ড সভা বসছে। এই বোর্ড সভায় থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। বিসিবি কর্তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করবেন এই সভাতে।
আজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন বোর্ড সভায় কি কি এজেন্ডা থাকতে পারে। পাকিস্তান সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামীকাল, কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকবেন তা নিয়েও সিদ্ধান্ত নিবেন বোর্ড কর্তারা।
জালাল ইউনুস বলেন, ‘আমাদের এই বোর্ড মিটিং তো কয়েক মাস পর পরই হচ্ছে। অনেকগুলো এজেন্ডা আছে। রেগুলার কিছু এজেন্ডা থাকে অনুমোদনের জন্য। আমরা কাল পাকিস্তান সিরিজ নিয়ে আলাপ আলোচনা করবো। এছাড়া কেন্দ্রীয় চুক্তির বিষয়টি নিয়ে আলাপ হবে। জানেন যে এটা ডিসেম্বরে শেষ হয়ে গেছে (কেন্দ্রীয় চুক্তি)। এখন পর্যন্ত আমরা দেখিনি কেন্দ্রীয় চুক্তির তালিকায় কারা আছে।’
২০২০ সালে এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) তে থাকা খেলা সহ দ্বিপাক্ষিক সিরিজও খেলবে টাইগাররা। সফরগুলো নিয়েও আলোচনা হবে সভাতে। পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিষয় নিয়েও আলোচনা হবে সভায়।
‘২০২০ সালে আমাদের এফটিপি প্রোগ্রাম আছে। আমরা যাবো আবার অস্ট্রেলিয়া আসবে। জিম্বাবুয়ে আসবে ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড সফর আছে। এগুলো নিয়ে আলাপ আছে। আর আপনারা জানেন যে অনেকদিন হয়ে গেছে যে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিষয় নিয়েও কথা বলবো। ২৫টি কোম্পানি আগ্রহ দেখিয়েছে এখন পর্যন্ত।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। সেই ম্যাচে কারা খেলবেন, ম্যাচের দিনক্ষণ কি হবে তা নিয়েও আলোচনা হবে বোর্ড সভাতে।
‘আমরা বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের ম্যাচ নিয়েও বৈঠক করবো। এটা ১৮-২২ তারিখের মধ্যেই হবে। এর দিনক্ষণ এবং ক্রিকেটারদের নামগুলো ঠিক করবো। এখনও চূড়ান্ত হয়নি। সময় লাগবে একটু। তবে এগুলো নিয়ে আলাপ আলোচনা আছে।’
বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসাবে দায়িত্ব পালন করা ওটিস গিবসনকে পেস বোলিং কোচ করা হতে পারে এমন গুঞ্জন ক্রিকেট পাড়ায়। ওটিস গিবসনও বলেছেন বিসিবির সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তিনি। জালাল ইউনুস জানালেন পেস বোলিং কোচ বোর্ড সভাতে এজেন্ডা না হলেও আলোচনা হবে। তবে এজেন্ডার মধ্যে না থাকা লোকমান হোসেন ভূঁইয়াকে নিয়ে আলোচনা হবে কিনা জানেন না তিনি।
‘পেস বোলিং কোচ এজেন্ডার মধ্যে নেই তবে কাল আলোচনা হবে। গিবসন একজন, আর আমরা হাতে দেখি কি কি অপশন আছে। আমরা এখনও কিছু সিদ্ধান্ত নেইনি। লোকমান ভুইয়া- এজেন্ডার মধ্যে নেই। আমি জানিনা আলাপ আলোচনা হবে কিনা।’