

নিজ দেশের বোলিং কোচ হওয়ার সুযোগ পাওয়ায় মাত্র চার মাসের ব্যবধানেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের চাকরি থেকে ইস্তফা দেন চার্ল ল্যাঙ্গেভেল্টে। তাঁর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ক্যারিবিয়ান সাবেক পেসার ওটিস গিবসন। বিসিবি-গিবসন দুই পক্ষই জানিয়েছে আলোচনা চলছে, চূড়ান্ত হয়নি কিছুই। গিবসনের ধারণা আজই জানতে পারবেন বিসিবির সিদ্ধান্ত।
প্লে-অফে জায়গা করতে না পারায় কুমিল্লা ওয়ারিয়র্সের বিপিএল শেষ গতকালই (১০ জানুয়ারী)। ফলে দলটির কোচ ওটিস গিবসন দেশের বিমানে চড়বেন নাকি টাইগারদের বোলিং কোচের চুক্তি সম্পন্ন করা পর্যন্ত অপেক্ষা করবেন সংবাদ সম্মেলনে উঠছে এমন প্রশ্ন। গিবসন বলছেন আজই (১১ জানুয়ারী) তাঁর বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হারের মধ্য দিয়ে কুমিল্লাকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে পঞ্চম অবস্থানে থেকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে গিবসন জানান তিনি অপেক্ষায় আছেন বিসিবির সিদ্ধান্তের, ‘আমি মনে করি আগামীকাল এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। আশা করছি কিছু একটা শুনতে পাবো।’
নিজেকে মুস্তাফিজ, রুবেলদের কোচ হওয়ার জন্য প্রস্তুত রাখছেন উল্লেখ করে অভিজ্ঞ এই কোচ আরও যোগ করেন, ‘এখনো আমার কোন পরিকল্পনা নেই, এটা বিসিবির সিদ্ধান্ত তারা আমাকে নিয়োগ দিবে কি দিবেনা। আমি নিজেকে এভেইলেবল রাখছি, আশা করছি কাল বিসিবির তরফ থেকে কিছু জানতে পারবো।’
গত মঙ্গলবার নিজের আগ্রহের কথা জানাতে গিয়ে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মত দলের কোচ হিসেবে কাজ করা গিবসন বলেন কোচিং ভালোবাসেন। সুযোগ পেলে অবশ্যই কাজ করতে চান বাংলাদেশের পেসারদের নিয়ে, ‘দেখি কী হয়। অবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।’