

বিপিএলের চট্টগ্রাম পর্ব চলাকালীন আড্ডার ফাঁকে স্থানীয় এক কোচ বলেন, ‘আমাদের ছেলারা ধরেই নিয়েছে এ দেশে তামিম-সাকিবের চেয়ে বড় কিছু কিংবা তাদের মানের কোন ক্রিকেটার হওয়া সম্ভব না, তো আরেকটা তামিম-সাকিব আপনি তৈরি করবেন কীভাবে? যেখানে কোন ক্রিকেটার ভাবতেই পারছেনা তারা সাকিব-তামিমকে অতিক্রম করবে!’ শব্দ হিসেব করলে কয়েকটা বাক্য মনে হতে পারে উপরের বক্তব্যকে। কিন্তু ভাবার্থটা কতট গভীর তা উপলব্ধি করতে গেলে বোঝা যায়।
চট্টগ্রাম পর্বেই অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার হওয়া সত্বেও এক ব্যাটসম্যান জানিয়েছেন দলে তাঁর ভূমিকা ওপেন করতে নেমে তামিম ইকবালকে সমর্থন দেওয়া। একজন ক্রিকেটার যখন নিজের দায়িত্ব কেবল তামিমকে ঠিকঠাক সমর্থন দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ রাখে তখন তাঁর নিজেকে তামিমকে ছাড়িয়ে বড় কিছু হওয়ার ক্ষুধা নিয়ে উঠতে পারে প্রশ্ন।
উপরের দুই উদাহরণ টানতে বাধ্য করেছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। খুলনা টাইগার্সের হয়ে খেলা বিপ্লব শুক্রবার (১০ জানুয়ারী) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন। বিপিএলে খেলার সুযোগ পাননি নিয়মিত। ৪ ম্যাচে মাঠে নেমে উইকেট নিয়েছেন ৪ টি। বিপ্লব ছাড়াও বেশিরভাগ স্পিনারই হয়েছেন ব্যর্থ , সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা দশে স্পিনার মাত্র একজন। একমাত্র স্পিনার মুজিব উর রহমানও আবার বিদেশি স্পিনার।
দিন কয়েক আগে স্পিনারদের ব্যর্থতার কারণ হিসেবে নিজেদেরই দায়ী করেছেন তাইজুল ইসলাম। উইকেটের চরিত্র স্পিনারদের পক্ষে নেই তবে কোয়ালিটি স্পিনাররা চড়ি ঘুরাতে পারেন বিশ্বের যেকোন উইকেটেই ফলে তাইজুলের যুক্তি স্পিনাররাই নিজেদের সেরাটা বের করে আনতে পারছেনা। এদিকে স্পিনারদের ব্যর্থতার কারণ জানতে চাইলে আমিনুল ইসলাম বিপ্লব সরাসরি দুষলেন উইকেটকে। আর তখনই বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিবের কথা মনে করিয়ে দিতেই সাকিবকে কিংবদন্তি তকমা দিয়ে নিজেদের দায় সরিয়ে দিলেন তরুণ এই স্পিনার।
বয়সে তরুণ বলে হয়তো এখনো গণমাধ্যম সামলানোর মত পরিণতবোধ আসেনি আমিনুল বিপ্লবের কিন্তু সাকিব পারলে অন্য স্পিনাররা পারবেনা কেন এমন প্রশ্নে তাঁর দেওয়া জবাব মনে করিয়ে দেয় ওই কোচের করা মন্তব্যকে। বিপ্লবের উত্তর ছিল, ‘সাকিব ভাই কিংবদন্তি। উনার সাথে তো কারো তুলনা হয় না।’ যা ইঙ্গিত দেয় তারা ধরে নিয়েছে সাকিব আল হাসান যা করতে পারে তা তাঁদের পক্ষে করা সম্ভবই নয়। ক্রিকেটের প্রতি সাকিবের নিবেদনই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে, মহাসড়কের মত স্পোর্টিং উইকেটে সাকিব ঠিকই তুলে নেন উইকেট।
চলতি বিপিএলের উইকেটে সত্যিকার অর্থেই কিছু নেই স্পিনারদের জন্য। পেসারদের জন্য উপযুক্ত উইকেট বলে দেওয়া যায় নিঃসন্দেহে। পরিসংখ্যানও বলছে তাই, খুলনা টাইগার্স লেগ স্পিনার বিপ্লবের কণ্ঠেও একই সুর, ‘স্পিনে উইকেটে তেমন একটা টার্ন থাকছে না। খুব একটা সুবিধা পাচ্ছে না এবার স্পিনাররা। কিন্তু তারপরেও করতেসে (হাসি)।’