শামীমের ঝড়ো সেঞ্চুরি, টাইগার যুবাদের রানের পাহাড়

শামীম হোসেন তৌহিদ হৃদয়
Vinkmag ad

এর আগে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আজ (১০ জানুয়ারি) পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একাদশের বিপক্ষে নিজেদের ঝালাই করে নেবার মিশনে নেমেছিল আকবর আলির দল। শামীম হোসেনের ঝড়ো সেঞ্চুরি ও হৃদয়-জয়ের ফিফটিতে রানের পাহাড় গড়ে টাইগার যুবারা।

এদিন আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন প্রান্তিক নওরোজ নাবিল। উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। ৩ চার ও ১ ছয়ে ১৮ বলে ২৪ রান করে আউট হন তামিম।

তামিম যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ খেলেছেন আক্রমণাত্মক ভঙ্গিতে। তবে নাবিল ছিলেন ধীর। দলীয় ৭১ রানের মাথায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে আউট হওয়া নাবিল ৪০ বলে ২ চারে করেন ২২ রান।

তৃতীয় উইকেট জুটিতে ৭১ রান স্কোরবোর্ডে জমা করেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। ৬১ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৯ রান করে আউট হন জয়। ৫৯ বল খেলে ৩ চারে ৫২ রান করে আউট হন তৌহিদ হৃদয়।

৫ এ নেমে দারুণ ব্যাট করছিলেন শাহাদত হোসেন। তবে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ৩৯ বলে ৩ চার ও ১ ছয়ে ৪২ রান করা শাহাদতকে। আকবর আলি আউট হবার আগে করতে পারেন ১৯ রান (২৩ বলে)।

টাইগার যুবারা রানের পাহাড় গড়তে পারে শামীম হোসেনের দাপুটে সেঞ্চুরিতে। ৪১ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন শামীম। আউট হবার আগে ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন ৮ এ নামা পারভেজ হোসেন ইমন। অভিষেক দাস অপরাজিত থাকেন ৩ বলে ৮ রান করে।

 

View this post on Instagram

 

???????????? Shamim! #BANu19vNWU #futurestars

A post shared by cricket97 (@cricket97bd) on

টাইগার যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩৭৪ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৩৭৪/৭ (৫০), তামিম ২৪, নাবিল ২২, জয় ৫৯, হৃদয় ৫২, শাহাদত ৪২ (রিটায়ার্ড হার্ট), আকবর ১৯, শামীম ১০১*, পারভেজ ২৬, সাকিব ০, অভিষেক ৮*।

১৩ ও ১৫ জানুয়ারি আরো দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রিটোরিয়াতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল ও জোহানেসবার্গে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।

গ্রুপ পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচ যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি। ম্যাচ তিনটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ যথাক্রমে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তিনটি ম্যাচই হবে পচেফস্ট্রুমে।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো রংপুর

Read Next

দাবানলের হতাশা ভোলাতে ভারতকে হারাতে চান ফিঞ্চ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
67
Share