

ব্যাট হাতে রাইলি রুশোর ৭১ রানের পর বল হাতে রবি ফ্রাইলিঙ্কের ১৬ রান খরচায় ৫ উইকেট। দুই প্রোটিয়া ক্রিকেটারেই কুমিল্লার বিপক্ষে ৩৪ রানের সহজ জয় পেয়ে প্লে-অফের দিকে আরেক ধাপ এগিয়ে গেল খুলনা টাইগার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রবি ফ্রাইলিঙ্ক জানিয়েছেন টি-টোয়েন্টিতে বল করা কঠিন। সতীর্থ স্বদেশী রাইলি রুশোর সাথে প্রশংসা করেছেন খুলনা টাইগার্স কাপ্তান মুশফিকের।
৪ ওভারে ১৮ ডটের বিপরীতে রান দিয়েছেন মাত্র ১৬, উইকেট পাঁচটি। প্রোটিয়া এই অলরাউন্ডারের টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে সেরা বোলিং ফিগার। এর আগেও ১৬ রানে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে তুলে নেন পাঁচ উইকেট।
নিজের বোলিং নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ফ্রাইলিঙ্ক বলেন, ‘এর আগেও একবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৬ রানে ৫ উইকেট নিয়েছি। বেসিক ও সহজ কাজগুলোই করেছি। পারফেক্ট টি-টোয়েন্টি উইকেট ছিল, লাইন লেংথ ঠিক রাখতে চেয়েছি। যদিও কতগুলো ওয়াইড দিয়ে শুরু করেছি। এরপরও এমন কিছু হওয়া সত্যি আনন্দের।’
বল হাতে উইকেট নিয়েছেন ১০ ম্যাচে ১৫ টি, যা এখনো পর্যন্ত টুর্নামেন্ট চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকার। আগের ম্যাচে ২০ রানে দুই উইকেট নিলেও এর আগের ম্যাচে ৫ ওভারে খরচ করে বসেন ৫৮ রান। উইকেট পাওয়াটা কষ্টের উল্লেখ করে প্রোটিয়া এই পেসার বলেন, ‘টি-টোয়েন্টিতে বল করা বেশ কষ্টকর। আমার ৫৮ রান খরচ করে দুই উইকেট নেওয়ার অভিজ্ঞতাও আছে। বাংলাদেশের উইকেট বোলারদের জন্য সুবিধাজনক, আমার ভাগ্য ভালো আমি পাঁচ উইকেট পেয়েছি এবং দলে অবদান রাখতে পেরে বেশ খুশি।’
অধিনায়ক মুশফিকও আছেন বেশ ভালো ছন্দে। মুশফিকের অধিনায়কত্বের প্রশংসা করে ফ্রাইলিঙ্ক যোগ করেন, ‘গত মৌসুমে আমি ও মুশফিক চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলেছি। তাকে ভালো করেই বুঝি, সে কি চায়। সে খেলাটা সম্পর্কে বেশ ভালো জানে। তার কাছ থেকে অন্য অনেকের শেখার আছে।’
‘সে আমাদের অনেক তথ্য দেয় কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে। মাঠে সে ঠান্ডা থাকতে পারে। আপনারা হয়তো জানবেন না সে কতটা আবেগ দিয়ে ক্রিকেট খেলে। সে সবাইকে এক সুতোয় গেঁথেছে। তার অধীনে খেলা সত্যি আনন্দের, আমি বেশ উপভোগ করছি।’