

ব্যাট হাতে ১৯ বলে ১ চার ও ৩ ছয়ে অপরাজিত ৩১ রান। আবার বল হাতে ৩ ওভারে মাত্র ১৪ রান খরচে ২ উইকেট। রংপুর রেঞ্জার্সকে বিদায় করে দেবার দিনে ঢাকা প্লাটুনের শাদাব খানকে ম্যাচসেরা ঘোষণা করতে কষ্ট করতে হয়নি ধারাভাষ্যকারদের।
View this post on Instagram
Man of the match. #BPLT20 #BBPLT20 #BangabandhuBPL #BBPL #bplseason7 #DPvRR #RRvDP
ম্যাচ শেষে ম্যাচসেরার পুরষ্কার গ্রহণ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শাদাব খান। গত কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেটে বড় এক ইস্যু বাংলাদেশের পাকিস্তান সফর। পাকিস্তানি অলরাউন্ডারকেও তাই পাকিস্তান ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের মতে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়া উচিত।
শাদাব খান বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের পাকিস্তানে যাওয়া উচিত। কারণ, আমরা বিশ্বকে বার্তা দিতে পেরেছি। শ্রীলঙ্কা পাকিস্তানে যেয়ে টেস্ট খেলেছে, টি-টোয়েন্টি খেলেছে। বিশ্ব একাদশ খেলেছে, জিম্বাবুয়ে খেলেছে। আমার মতে বাংলাদেশের যাওয়া উচিত। আমরা বিশ্বকে জানিয়ে দিয়েছি যে আমরা নিরাপদ। বাংলাদেশের যাওয়া উচিত।’
আজ (৮ জানুয়ারি) সন্ধ্যার পর বিসিবি কার্যালয়ে মুশফিক, মাহমুদউল্লাহকে নিয়ে সভায় বসেন বিসিবি সভাপতি, ছিলেন বোর্ড পরিচালক নাইমুর রহমান দূর্জয়, খালেন মাহমুদ সুজনও।
সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি ক্রিকেটারদের ইচ্ছে সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘মুশফিক প্রথম থেকেই যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। অন্য যারা আছে তার বলছে সংক্ষিপ্ত হলে ভালো হয়।’
‘প্লেয়ার যতজনের সাথে কথা বলেছি তারা সংক্ষিপ্ত সময়ের জন্য যেতে চায়। আর কোচিং স্টাফ যারা আছে বেশিরভাগই তো যাবেনা, অনেকেই জানিয়ে দিয়েছে যাচ্ছেনা। তবে হেড কোচ যে আছে সে যেতে চায় তার সাথে আমার কথা হয়েছে সেও টি-টোয়েন্টি হলে যাবে।’
লম্বা সময় ধরে পাকিস্তানে খেলার জন্য থাকায় আপত্তি অনেকেরই। অনেকেই মনে করেন এটা প্রেশারের। এই প্রসঙ্গে শাদাবের মত জানতে চাওয়া হয়।
শাদাব বলেন, ‘আমি মনে করি কোন প্রেশার নেই। কারণ পাকিস্তান খুবই সুন্দর এক জায়গা। শ্রীলঙ্কা ওখানে যেয়ে উপভোগ করেছে, টেস্ট খেলেছে। তো বাংলাদেশেরও পাকিস্তানে যাওয়া উচিত।’