

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা হচ্ছে লম্বা সময়ের ধরে। সবশেষ খবর বিসিবি আলোচনায় বসেছে সিনিয়র ক্রিকেটারদের সাথে, আগের মতই তিনটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এসেছে নয়া প্রস্তাব। অন্তত টেস্ট সিরিজটি খেলুক বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজ পরে যেকোন সময় আয়োজন করা যাবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন আগামীকাল আসছে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
বাংলাদেশ দল যে পাকিস্তান সফরে যেতে চায় তা জানিয়েছে আগেই। তবে সেটা অবশ্যই সংক্ষিপ্ত সময়ের জন্য, আর সেটাও ক্রিকেটারদের মতামতের ভিত্তিতেই। ইতোমধ্যে খবর ছড়িয়েছে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিক যেতে চাচ্ছেন না বলে বোর্ডকে আগেই জানিয়েছেন। আজ সন্ধ্যার পর বিসিবি কার্যালয়ে মুশফিক, মাহমুদউল্লাহকে নিয়ে সভায় বসেন বিসিবি সভাপতি, ছিলেন বোর্ড পরিচালক নাইমুর রহমান দূর্জয়, খালেন মাহমুদ সুজনও।
সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি ক্রিকেটারদের ইচ্ছে সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘মুশফিক প্রথম থেকেই যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। অন্য যারা আছে তার বলছে সংক্ষিপ্ত হলে ভালো হয়।’
‘প্লেয়ার যতজনের সাথে কথা বলেছি তারা সংক্ষিপ্ত সময়ের জন্য যেতে চায়। আর কোচিং স্টাফ যারা আছে বেশিরভাগই তো যাবেনা, অনেকেই জানিয়ে দিয়েছে যাচ্ছেনা। তবে হেড কোচ যে আছে সে যেতে চায় তার সাথে আমার কথা হয়েছে সেও টি-টোয়েন্টি হলে যাবে।’
এদিকে পিসিবির দেওয়া আগে টেস্ট খেলার প্রস্তাব প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘ আর এসব কিছু চিন্তা করেই আমরা পিসিবিকে বিষয়গুলো জানাই কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে টেস্টকে। তাদের কথা হল টি-টোয়েন্টিতো দ্বিপাক্ষিক সিরিজ, টেস্টগুলো চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট বেশি গুরুত্বপূর্ণ, আগে টেস্ট খেল পরে আমরা টি-টোয়েন্টি আয়োজন করতে পারবো।’
পিসিবির দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে বিসিবি কি সিদ্ধান্ত নিচ্ছে জানতে চাইলে বিসিবি সভাপতি যোগ করেন, ‘আমরা চাইলে (টেস্ট হবে)। তবে এটা আজকেই তারা প্রস্তাব দিয়েছে। আমরা এখনো এ নিয়ে আলোচনা করিনি। আশা করি কালকের মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারবো। আমার মনে হয় আমাদের যা করতে হবে কালকের মধ্যে করতে হবে, আমাদের হাতে একদমই সময় নাই। আমাদের এখন চিন্তা করতে গেলে কি হতে পারে না গেলে কি হতে পারে। যাওয়ার চাইতে আমাদের চিন্তা না গেলে কি হতে পারে, আর আজকে এজন্যই সবাইকে ডেকে আলাপ করেছি কি হতে পারে।’