আমিরের পছন্দ তামিম, তবে সেরা মানেন মুশফিককে

তামিম ইকবাল মোহাম্মদ আমির মুশফিকুর রহিম
Vinkmag ad

মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ আমির আন্তর্জাতিক আঙিনায় নজর কাড়েন সবার। ১ বছরের ব্যবধানে গতি, সুইং, বাউন্সে ব্যাটসম্যানকে নাকাল করে নায়ক বনে যাওয়া এই পেসার স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে হয়ে যান খলনায়ক। পাঁচ বছর নির্বাসিত থেকে ফিরে এসেছেন, পুরোনো ছন্দ না থাকলেও এখনো ধারাবাহিক পারফরম্যান্সে দলে জায়গা পাকাই বলা যায়। চলতি বিপিএলে খেলছেন খুলনা টাইগার্সের হয়ে, মুশফিকের অধিনায়কত্ব বিশ্লেষণ করতে গিয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানি এই পেসার।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫-১৬ মৌসুমে বিপিএল দিয়ে আবার দৃষ্টি তার দিকে ফেরান আমির। চট্টগ্রাম ভাইকিংসের হয়ে সেবার ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। এরপরের আসরে খেলেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এই নিয়ে তৃতীয়বার খেলছেন বিপিএল, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম অন্যতম পছন্দ ক্রিকেটার। তবে খুলনা টাইগার্স অধনিয়াক মুশফিককেই রাখছেন এগিয়ে।

বাংলাদেশে নিজের পছন্দের ক্রিকেটার ও অধিনায়ক মুশফিককে নিয়ে বলতে গিয়ে বাঁহাতি এই পেসার জানান, ‘আমি তামিমকে পছন্দ করি কিন্তু সেরা ক্রিকেটার হিসেবে মুশফিক থাকছে। সে খুবই কৌশলী একজন দলনেতা, তার ক্রিকেটীয় মস্তিষ্ক বেশ পরিষ্কার। যেহেতু সে কিপার সে ভালোভাবে পরিস্থিতি বোঝে অন্যদের চাইতে।’

ক্যারিয়ারে বহু ব্যাটসম্যানের নিয়েছেন পরীক্ষা, তবে নিশ্চিতভাবেই স্বপ্নের উইকেটতো একটি ছিলই। কোন উইকেটটি নেওয়ার পর নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে জানতে চাইলে আমির বলেন, ‘সত্যি বলতে আমার স্বপ্ন ছিল শচীনের উইকেট নেওয়ার। ২০০৯ সালের কথা সেবার দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, শচীনকে আউটও করেছি। যেটা আমার কাছে সেরা একটি উইকেট হয়ে থাকবে।’

এমনিতে ভারত-পাকিস্তান রেশারেশির অন্ত নেই। দু’দলের দ্বিপাক্ষিক সিরিজ নেই অনেক বছর, আইসিসির ইভেন্টে পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলতে চায়না। অথচ মোহাম্মদ আমিরের সখ্যতা কিনা ভারতীয় কাপ্তান সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলির সাথে। তার সাথে সম্পর্ক কেমন জানাতে গিয়ে ২৭ বছর বয়সী এই পেসার ভূয়সী প্রশংসা করেন কোহলির।

মাঠের আগ্রাসী বিরাট কোহলি মানুষ হিসেবে ভদ্র উল্লেখ করে আমির বলেন, ‘খুব ভালো (দুজনের সম্পর্ক), সে খুবই ভদ্র একজন মানুষ অফ দ্যা ফিল্ড। মানুষ বিশ্বাস করে সে বেশ আগ্রাসী মাঠের ক্রিকেটে। আমি মনে করি এটা খেলার অংশ মাঠের ক্রিকেটে আগ্রাসী থাকাটা কিন্তু অফ দ্যা ফিল্ড সে অসাধারণ একজন মানুষ।’

নাজমুল হাসান তারেক

Read Previous

র‍্যাংকিংয়ে লাবুশেইন-স্টোকসদের উন্নতি

Read Next

ক্রিস গ্রিন পেলেন রেড সিগন্যাল

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
40
Share