

সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আরো এগিয়েছেন অজি ব্যাটসম্যান মারনাস লাবুশেইন। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ৩য় অবস্থানে উঠে এসেছেন লাবুশেইন।
কিউইদের বিপক্ষে সিডনি টেস্টের দুই ইনিংসে ২১৫ ও ৫৯ রান করে এক ধাপ এগিয়েছেন লাবুশেইন। ২০১৯ সালের শুরুতে ১১০ নম্বরে থাকা লাবুশেইন ১ বছরের ব্যবধানে এখন ৩ নম্বরে। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে।
অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে। কিউইদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ১৫ উইকেট নেন স্টার্ক। সিডনি টেস্টে ম্যাচে ১০ উইকেট নেওয়া নাথান লায়ন এগিয়েছেন ৫ ধাপ। যৌথভাবে আছেন ১৪ নম্বরে।
নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৪৭ থেকে এগিয়ে উঠে এসেছেন ৩৯ নম্বরে। ২ ধাপ এগিয়ে ৩৪ এ উঠে এসেছেন বোলারদের র্যাংকিংয়ে। ম্যাট হেনরি বোলারদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৬ নম্বরে।
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের নায়ক বেন স্টোকস ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে। সেঞ্চুরি করা ডম সিবলি উঠে এসেছেন ৮০ নম্বরে। ৫ ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে ৭ নম্বরে উঠে এসেছেন জিমি অ্যান্ডারসন।
প্রোটিয়া ওপেনার ডিন এলগার ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। ১ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন এইডেন মার্করাম। অ্যানরিখ নর্টজে ৩৪ ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে অবস্থান করছেন ৬২ নম্বরে।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ের সেরা ১০ ব্যাটসম্যান-
১. ভিরাট কোহলি (ভারত)- ৯২৮
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯১১
৩. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮২৭
৪. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮১৪
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৯৩
৬. চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৯১
৭. বাবর আজম (পাকিস্তান)- ৭৬৭
৮. জো রুট (ইংল্যান্ড)- ৭৬১
৯. আজিঙ্কা রাহানে (ভারত)- ৭৫৯
১০. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৭০৮
আইসিসি টেস্ট র্যাংকিংয়ের সেরা ১০ বোলার-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৪
২. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮৫২
৩. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৮৩০
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮২১
৫. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৯৬
৬. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৯৪
৭. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৯১
৮. ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৬
৯. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৭৭২
১০. মোহাম্মদ শামি (ভারত)- ৭৭১
আইসিসি টেস্ট র্যাংকিংয়ের সেরা ৫ অলরাউন্ডার-
১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৭৩
২. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৪০৬
৩. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩৯৫
৪. ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)- ৩৩৭
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩০৮