

চার দিনের টেস্ট নিয়ে যখন পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে তখন কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড রোমাঞ্চকর এক ৫ দিনের টেস্ট ম্যাচ উপহার দিলো। যেখানে প্রোটিয়াদের প্রতিরোধ শেষ হয় ৫ম দিনের শেষ ভাগে এসে।
৪৩৮ রানের জয়ের লক্ষ্যে ২য় ইনিংসে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ৪র্থ দিনে ৫৬ ওভার ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। যেখানে মাত্র ২ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তোলে ১২৬ রান। ৬৩রানে অপরাজিত থাকেন অভিষিক্ত পিটার মালান, ২ রান নিয়ে অপরাজিত থাকেন নাইট ওয়াচম্যান হিসাবে নামা কেশব মহারাজ।
৫ম দিনের ৩য় ওভারেই আর কোন রান যোগ করতে না পেরে সাজঘরে ফেরেন মহারাজ। ৫ এ নেমে অধিনায়ক ফাফ ডু প্লেসিস বেশিক্ষণ টেকেননি। ৫৭ বলে ১৯ রান করে বেসের বলে ডেনলিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ধীরে খেলতে থাকা পিটার মালান ফেরেন ব্যক্তিগত ৮৪ রানের মাথায়। মাত্র ৩ বাউন্ডারিতে সাজানো ইনিংসে মালান মোকাবেলা করেন ২৮৮ বল। এরপর ভ্যান ড্যার ডুসেন ও কুইন্টন ডি কক ৩৭.৫ ওভার উইকেট বাঁচিয়ে রাখেন। ১০৭ বলে ৫০ রান করে ডেনলির বলে ডি কক আউট হলে ভাঙে জুটি। আরপর ৫ ওভারের বেশি টেকেননি ডুসেন। ১৪০ বল খেলে ১৭ রান করা ডুসেনকে ফেরান ব্রড।
শেষ ৩ উইকেটের তিনটিই শিকার করেন বেন স্টোকস। শেষ ব্যাটসম্যান হিসাবে ভারনন ফিল্যান্ডার যখন আউট হন দিনের খেলা শেষ হতে তখন ৫০ বলেরও কম বাকি ছিল।
১৮৯ রানের বড় ব্যবধানে জেতে ইংল্যান্ড। ব্যাট হাতে ৪৭ ও ৭২ রান ও বল হাতে ২য় ইনিংসে ৩ উইকেট নেওয়া বেন স্টোকস হন ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড ১ম ইনিংসে ২৬৯/১০ (৯১.৫), ক্রাউলি ৪, সিবলি ৩৪, ডেনলি ৩৮, রুট ৩৫, স্টোকস ৪৭, পোপ ৬১*, বাটলার ২৯, কারেন ৯, বেস ০, ব্রড ১, অ্যান্ডারসন ৪; ফিল্যান্ডার ৪৬/২, রাবাদা ৬৮/, নর্টজে ৫৬/২, মহারাজ ৬৮/১, প্রিটোরিয়াস ২৬/২
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে ২২৩/১০ (৮৯), এলগার ৮৮, মালান ৫, হামজা ৫, প্লেসিস ১, ডুসেন ৬৮, ডি কক ২০, ফিল্যান্ডার ১৭*, প্রিটোরিয়াস ৪, মহারাজ ৪, রাবাদা ০, নর্টজে ৪; অ্যান্ডারসন ৪০/৫, ব্রড ৩৮/২, কারেন ৩৯/২, বেস ৬২/১।
ইংল্যান্ড ২য় ইনিংসে ৩৯১/৮ (১১১ ওভারে ইনিংস ঘোষণা), ক্রাউলি ২৫, সিবলি ১৩৩*, ডেনলি ৩১, রুট ৬১, বেস ০, স্টোকস ৭২, পোপ ৩, বাটলার ২৩, কারেন ১৩, ব্রড ৮*; রাবাদা ৬৯/২, নর্টজে ৬১/৩, প্রিটোরিয়াস ৫৬/১, মহারাজ ১৬০/২।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংসে ২৪৮/১০ (১৩৭.৪), মালান ৮৪, এলগার ৩৪, হামজা ১৮, মহারাজ ২, প্লেসিস ১৯, ডুসেন ১৭, ডি কক ৫০, ফিল্যান্ডার ৮, প্রিটোরিয়াস ০, নর্টজে ০, রাবাদা ৩*; অ্যান্ডারসন ২৩/২, ব্রড ৩৭/১, বেস ৫৭/১, কারেন ৩৭/১, ডেনলি ৪২/২, স্টোকস ৩৫/৩।
ফলাফলঃ ইংল্যান্ড ১৮৯ রানে জয়ী।
ম্যাচসেরাঃ বেন স্টোকস (ইংল্যান্ড)।