‘ক্রিকেট খেলতে এসেছি, পার্টি করতে আসিনি’

আন্দ্রে ফ্লেচার সেঞ্চুরি
Vinkmag ad

শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের যাত্রা। ১২ ম্যাচের মাত্র ১ টিতে জিতে পয়েন্ট তালিকার তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ হয়েছে দলটির। যে একটি ম্যাচ সিলেট জিতেছিল সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আন্দ্রে ফ্লেচার। টুর্নামেন্টের শেষ দিকে এসে দলটির অধিনায়কত্ব পাওয়া ফ্লেচার দলের পারফরম্যান্সকে বললেন হতাশাজনক।

টুর্নামেন্টের শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা আন্দ্রে ফ্লেচারের কাছে প্রথম প্রস্ন ছিল ১২ ম্যাচে ১ জয়ে হতাশ কিনা। উত্তরে ফ্লেচার বলেন, ‘যেকোন অধিনায়কই হতাশ হবে। কিন্তু কি ই বা করা যাবে? দল খুবই বাজে পারফর্ম করেছে। আগের সাক্ষাৎকারে আমি যেমনটা বলেছিলাম আমাদের নিজেদের দিকে তাকানো উচিত, যে আমরা ব্যাটিং করি বা বোলিং করি দলের জন্য ভাল করছি কিনা। নিজেরাই নিজেদেরকে জাজ করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে।’

সিলেটে ঘরের মাঠে টানা তিনদিন ম্যাচ খেলেছে সিলেট থান্ডার। ২ দিনের বিরতি শেষে ঢাকা পর্বও শুরু হয় সিলেটের ম্যাচ দিয়ে। এমন সূচিতে সমস্যা হয়েছে কিনা জানতে চাওয়া হয় ফ্লেচারের কাছে।

ফ্লেচার বলেন, ‘এটা পেশাদার ক্রিকেট। টানা তিন ব্যাক টু ব্যাক খেলা বা টানা দুই খেলা এটা কোন ব্যাপার না। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, পার্টি করতে আসিনি। যদি আমাদের খেলা থাকে তাহলে আমাদের খেলতে হবে। যেমনটা বললাম, এটা কোন ব্যাপার না। শিডিউল পারফেক্ট।’

উইকেটের মূল্যায়ন করতে যেয়ে ফ্লেচার বলেন, ‘সত্যি বলতে গেলে গত ৩ বছরে আমরা শুনে এসেছি সিলেটের উইকেট বাংলাদেশের সেরা উইকেট। এই বছরে এটা বিপরীত ছিল। চট্টগ্রামকে বাইরে রাখলে সিলেটের চেয়ে ঢাকার উইকেট এই বছরে বেশি ভাল ছিল। গত ৩ বছর সিলেটের উইকেট পারফেক্ট ছিল। এর আগে স্পিনাররা ঢাকায় বল করতে পহন্দ করতো। কিন্তু এবার স্পিনারদের বাড়তি এফোর্ট দিতে হচ্ছে। যেটা ক্রিকেটের জন্য ভাল। গ্রাউন্ডস ম্যানদের ধন্যবাদ দিতেই হবে। আমি মনে করি তারা দারুণ কাজ করেছে। আশা করছি এটা সামনেও থাকবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

গিবসের অভিযোগের কোন মানে খুঁজে পাচ্ছেন না ফ্লেচার

Read Next

বাড়বে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা, বাড়ছে তাদের দায়বদ্ধতাও

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
5
Share