
ছবি কৃতজ্ঞতা- ডেইলি স্টার

বয়স এখনো ২০ পেরোয়নি, বল হাতে গতির ঝড় তুলতে পারেন ভালোই। বয়সভিত্তিকে দিয়েছেন তার প্রমাণ, নিজেকে মেলে ধরার মোক্ষম সুযোগ হিসেবে পেলেন বিপিএল মঞ্চকে। টুর্নামেন্টের মাঝপথে রংপুর রেঞ্জার্স দলে ভেড়ায় তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে। ঘন্টায় নিয়মিত ১৪০ এর বেশি গতিতে বল করতে পারা মুগ্ধ অবশ্য বিপিএলে বল করছেন ১৪০ এর আশেপাশেই। তরুণ এই পেসার বলছেন গতি বাড়ানো যাবে, তবে আপাতত মনোযোগ লাইন লেংথে।
বিপিএলে নিজের অভিজ্ঞতা, গতি ও লাইন লেংথ প্রসঙ্গ আসতেই আজ (৬ জানুয়ারি) মিরপুরে অনুশীলন শেষে এই ডানহাতি পেসার বলেন, ‘অভিজ্ঞতা (বিপিএল) বলতে ভালো। গতি চাইলে বাড়ানো যাবে। গতির দিকে মনযোগ না দিয়ে লাইন লেংথ নিয়ে ভাবছি। গতি বাড়াতে কাজ করতে হবে, ফিটনেস ঠিক রাখতে হবে, ফিটনেসে জোর দিতে হবে।’
টুর্নামেন্টে প্রথম ৬ ম্যাচে মাত্র ১ জয়, পরের চার ম্যাচে তিন জয়। মুদ্রার এপিঠ ওপিঠ দেখা রংপুর রেঞ্জার্সের প্লে-অফ স্বপ্ন খুব একটা বেঁচে নেই। কাগজে কলমের হিসাবে জিততে হবে ঢাকা প্লাটুনের বিপক্ষে দুই ম্যাচেই, তীর্থের কাকের মত তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর জয়-পরাজয়ের দিকে। দলের ভেতরের অবস্থা জানাতে গিয়ে তরুণ এই পেসার বলেন, ‘টিমের অবস্থা ভালো আবার খারাপও। কারণ, পরবর্তী পর্বে যাওয়া আমাদের কোন সুযোগ নেই, সম্ভাবনা খুব কম।’
‘তবে সবাই চেষ্টা করছে, চাইছে সেমিতে উঠতে। সবাইতো স্বপ্ন দেখে চ্যাম্পিয়ন হবে, সবাই চায়। ভালো খেলছে সবাই কিন্তু ভাগ্য সহায় হয়নি। ম্যাচ দুইটা আছে, যদি রান রেট ঠিক রাখতে পারি ও জিততে পারি তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা থাকতে পারে।’
চলতি বিপিএলে তার মত আরও কয়েকজন পেসার নিজেদের এনেছেন পাদপ্রদীপের আলোয়। বিশেষ করে মেহেদী হাসান রানা, হাসান মাহমুদরা প্রশংসা কুড়াচ্ছেন বেশ ভালোভাবেই। তাদের দেখে নিজের অনুভূতি কেমন জানালেন মুগ্ধ, ‘হাসান মাহমুদ তো অনেক ভালো বল করছে, সে অবশ্যই ভালো বোলার। গতিও আছে, লাইন লেংথ ভালো। শেখার অনেক কিছুই আছে তাদের দেখে।’
দলের অন্যান্য সদস্যদের কাছ থেকে পাওয়া সমর্থন সম্পর্কে বলতে গিয়ে মুগ্ধ আরও যোগ করেন, ‘টিম থেকে সবাইতো ভালোটাই বলে যে কীভাবে বল করতে হবে, কীভাবে করলে এই লেভেলে ভালো করা যায়। সবকিছুই শিখতেছি তাদের কাছ থেকে।’