

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক সরফরাজ আহমেদ পুরষ্কার পেলেন হাতেনাতে। বিপিএলে(বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খুলনা টাইটান্স দলে ভিড়িয়েছে পাকিস্তান দলপতিকে। সরফরাজ আহমেদ ছাড়াও শাদাব খান কেও দলে ভিড়িয়েছে দলটি। খুলনা টাইটান্সের অফিশিয়াল ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে মাহেলা জয়াবর্ধেনেকে কোচ হিসেবে নিয়োগ দেয় গতবছর বিপিএলে তৃতীয় সেরা হওয়া দলটি। উল্লেখ্য গতবছরই প্রথমবার বিপিএলে অংশ নিয়েছিলো দলটি। পাকিস্তানি পেসার জুনায়েদ খান গতবারের মতো এবারো খুলনা টাইটান্সের জার্সি গায়ে মাঠে নামবেন।
ওদিকে মারকুটে ব্যাটসম্যান ক্রিস লীন তার টুইটার প্রোফাইলে খুলনা টাইটান্স যোগ করেছে। তিনি খুলনার হয়ে খেলবেন কিনা তা যদিও নিশ্চিত করেনি দলটি।
Tags: খুলনা টাইটান্স বিপিএল