সরফরাজ ও শাদাবকে দলে ভিড়িয়েছে খুলনা টাইটান্স

featured photo1 53
Vinkmag ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক সরফরাজ আহমেদ পুরষ্কার পেলেন হাতেনাতে। বিপিএলে(বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খুলনা টাইটান্স দলে ভিড়িয়েছে পাকিস্তান দলপতিকে। সরফরাজ আহমেদ ছাড়াও শাদাব খান কেও দলে ভিড়িয়েছে দলটি। খুলনা টাইটান্সের অফিশিয়াল ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে মাহেলা জয়াবর্ধেনেকে কোচ হিসেবে নিয়োগ দেয় গতবছর বিপিএলে তৃতীয় সেরা হওয়া দলটি। উল্লেখ্য গতবছরই প্রথমবার বিপিএলে অংশ নিয়েছিলো দলটি। পাকিস্তানি পেসার জুনায়েদ খান গতবারের মতো এবারো খুলনা টাইটান্সের জার্সি গায়ে মাঠে নামবেন।

ওদিকে মারকুটে ব্যাটসম্যান ক্রিস লীন তার টুইটার প্রোফাইলে খুলনা টাইটান্স যোগ করেছে। তিনি খুলনার হয়ে খেলবেন কিনা তা যদিও নিশ্চিত করেনি দলটি।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখালেন মাশরাফি

Read Next

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share