এক দিনে দুই ভিন্ন জায়গাতে পেছনে পড়লেন ইয়ান বোথাম

জিমি অ্যান্ডারসন ইয়ান বোথাম নাথান লায়ন
Vinkmag ad

সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অজি স্পিনার নাথান লায়ন টপকে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামকে। ইয়ান বোথামকে টপকে নাথান লায়ন এখন টেস্ট ক্রিকেটের ১৭ তম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েন লায়ন। ৪৯ রান করা টম ব্লান্ডেল, ৩১ রান করা জিত রাভাল, কোন রান না করা উইলিয়াম সমারভিল ও নেইল ওয়েগনার এবং ৩ রান করা ম্যাট হেনরিকে সাজঘরের পথ ধরান লায়ন। এই ৫ উইকেট সহ টেস্টে লায়নের উইকেট সংখ্যা এখন ৩৮৫। ৩৮৩ টেস্ট উইকেটের মালিক ইয়ান বোথামকে ১৮ নম্বরে নামিয়ে দিয়ে ১৭ তম স্থানে উঠে আসলেন লায়ন।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (সেরা ৫)

মুত্তিয়াহ মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৮০০
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৭০৮
অনিল কুম্বলে (ভারত)- ৬১৯
জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৫৮২
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ৫৬৩

এদিকে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট শিকার করেছেন জিমি অ্যান্ডারসন। যা তার টেস্ট ক্যারিয়ারে ২৮ তম বারের মতো ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পাবার ঘটনা। এখানে জিমি অ্যান্ডারসন পেছনে ফেলেছেন স্বদেশী ইয়ান বোথাম ও ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে।

টেস্ট ক্রিকেট ইতিহাসে জিমি অ্যান্ডারসন এখন ৭ম সর্বোচ্চ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়া বোলার। বলাই বাহুল্য, ইংল্যান্ডের পক্ষে জিমি অ্যান্ডারসনই আছেন শীর্ষে। আর সেটা ইয়ান বোথামকে টপকে।

টেস্টে সর্বোচ্চ সংখ্যক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট শিকার-

৬৭- মুত্তিয়াহ মুরালিধরন (শ্রীলঙ্কা)
৩৭- শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
৩৬- স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)
৩৫- অনিল কুম্বলে (ভারত)
৩৪- রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)

২৯- গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
২৮- জিমি অ্যান্ডারসব (ইংল্যান্ড)
২৭- রবিচন্দ্রন অশ্বিন (ভারত) / ইয়ান বোথাম (ইংল্যান্ড)
২৬- ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
২৫- ওয়াসিম আকরাম (পাকিস্তান) / হরভজন সিং (ভারত)।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

অবশেষে বিপিএল মাতাতে আসছেন গেইল

Read Next

স্টয়নিসের বড় অঙ্কের জরিমানা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
8
Share