

প্রথম ইংলিশ ফিল্ডার (উইকেটরক্ষক ছাড়া) হিসাবে টেস্টে এক ইনিংসে ৫ টি ক্যাচ ধরেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আজ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েন স্টোকস।
জুবায়ের হামজা, ফাফ ডু প্লেসিস, র্যাসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস ও অ্যানরিখ নর্টজের ক্যাচ ধরেন বেন স্টোকস। বল হাতে ৯ ওভার বল করে ৩৪ রান খরচে উইকেটশুন্য থাকা স্টোকস ফিল্ডিংয়ে পুষিয়ে দেন। ৫ উইকেট তুলে নেন জিমি অ্যান্ডারসন যার ৩ টিতেই অবদান আছে ফিল্ডার বেন স্টোকসের। ২২৩ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। ১ম ইনিংসে ইংল্যান্ড পায় ৪৬ রানের লিড।
প্রথম ইংলিশ ক্রিকেটার হলেও সবমিলে বেন স্টোকস ১২ তম ক্রিকেটার যিনি কিনা এক ইনিংসে ৫ টি ক্যাচ নিতে পেরেছেন। ১৯৩৬ সালে অস্ট্রেলিয়ার ভিক রিচার্ডসন সর্বপ্রথম এক ইনিংসে ৫ টি ক্যাচ নিয়েছিলেন। সে দফাতেও প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
এর আগে ১০১৯ টেস্ট খেলা ইংল্যান্ডের ক্রিকেটাররা এক ইনিংসে ৪ টি ক্যাচ নিয়েছেন এমন নজির আছে ২৩ টি। যার সর্বশেষটি ছিল লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে, ইংলিশ দলপতি জো রুট নিয়েছিলেন ৪ টি ক্যাচ।
ইংল্যান্ডের হয়ে ৬১ ম্যাচ খেলতে থাকা বেন স্টোকস ধরেছেন ৬৭ টি ক্যাচ। প্রতি ইনিংসে গড়ে ০.৫৮২ টি ক্যাচ নিয়েছেন এই অলরাউন্ডার। ১৬১ ম্যাচে ১৭৫ ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরা ইংলিশ ক্রিকেটার স্যার অ্যালিস্টার কুক। এখনো খেলছেন এমন ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটার জো রুট (৯০ ম্যাচে ১১২ টি)।
ফিল্ডার হিসাবে (উইকেটরক্ষক নন) টেস্টে ১ ইনিংসে ৫ টি ক্যাচ নিয়েছেন-
ভিক রিচার্ডসন (অস্ট্রেলিয়া), যয়ুরবিন্দ্রা সিং (ভারত), মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত), কৃষ্ণমাচারি শ্রীকান্ত (ভারত), স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), আজিঙ্কা রাহানে (ভারত), জার্মেইন ব্ল্যাকউড (ওয়েস্ট ইন্ডিজ), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড)।