

প্রথম ৬ ম্যাচে মাত্র ১ জয়, এমন পরিস্থিতি থেকে প্লে-অফ খেলার স্বপ্ন দেখা দুঃসাহসই বলতে হয়। নানা সমীকরণ মাথায় রেখে খেলতে হচ্ছে রংপুর রেঞ্জার্সকে। শেষ ৪ ম্যাচে তিন জয়, কাগজে কলমে টিকে থাকা স্বপ্ন নিয়ে অবশ্য মাথা ঘামাতে নারাজ দলটির উইকেট রক্ষক ব্যাটসম্যান জহরুল ইসলাম অমি। জিততে ভুলে যাওয়া রংপুরের ড্রেসিং রুমে এখন জয়ের আনন্দ হয় এতেই তৃপ্ত ক্রিকেটাররা। বাকি ম্যাচ দুটোও জয়ের লক্ষ্যেই খেলবেন, প্লে-অফ নিয়ে বাড়তি ভাবনা নিয়ে নয়।
টুর্নামেন্টে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান রংপুরের (প্রতিবেদন লেখার সময়)। কাগজে কলমে এখনই ছিটকে না গেলেও শীর্ষে থাকা দলগুলোর সাথে টাক্কা দিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া রংপুরের জন্য অসাধ্যই বলতে হবে। তবে অন্যদের জয় পরাজয়ের দিকে তাকিয়ে থাকার পাশাপাশি নিজেদেরও জিততে হবে বাকি দুটো ম্যাচেই। সিলেটের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আসা দলের প্রতিনিধি জহরুল বলছেন তারা বেশ ভালো করেই জানেন তাদের স্বপ্ন কতটা টিকে রইলো।
উইকেট রক্ষক এই ব্যাটসম্যান বলেন, ‘টুর্নামেন্ট আমাদের যে খুব জীবিত আছে তাও না। আজ ঢাকা প্লাটুন যদি হেরে যেত আমাদের ক্যালকুলেশনটা একটু ভালো হতো। এরপরও বলা যায় না। ওরাও ছয়টা ম্যাচ জিতেছে। আমরা পরের দুটি ম্যাচ যদি ব্যাক টু ব্যাক জিততে পারি তাহলে যেকোনো কিছু হতে পারে। আমরা আসলে জেতার জন্য খেলছি ম্যাচ বাই ম্যাচ। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমাদের।’
বাজে শুরুর পরও বেশ কয়েকটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করাতেই তৃপ্তি খুঁজে পাচ্ছেন রংপুরের এই ব্যাটসম্যান, ‘আমরা জিতলে যে আনন্দটি পাচ্ছি ড্রেসিং রুমে, জেতা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। এটা আসলে অনেক উপভোগ করছি। টুর্নামেন্টের শেষে কি হবে জানি না তবে আমরা যদি ছয়টা জয় দিয়ে শেষ করতে পারি তাহলে সেটা অনেক বড় অর্জন হবে।’
‘আমরা প্রথমে ছয় ম্যাচে একটিতে জিতেছলাম। শেষে যদি আমরা ১২ ম্যাচে ছয়টা জিতি তাহলে এটা বেশ ভালো একটা সমীকরণ হবে। এটা হলো টুর্নামেন্টের সেকেন্ড ফেইজে না যেতে পারলেও আমাদের জন্য বিরাট একটা অর্জন হবে এটা।’