

৯ ম্যাচে ৬ জয়, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সমান ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে এখন রাজশাহী রয়্যালস। আগামীকাল (৪ জানুয়ারি) স্বাগতিক সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শেষ করবে আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, রবি বোপারাদের রাজশাহী। দলটির একাদশে নিয়মিত ৯-১০ জন অলরাউন্ডার থাকে, উইকেট রক্ষক লিটন দাসকেও দুটো ভূমিকা পালন করতে হয় বলে অলরাউন্ডার হিসেবে ধরা যায়। এমন অলরাউন্ডারে ভরপুর দলে চাপেই থাকেন প্রতিটি ক্রিকেটার, একটু খারাপ করলেই বাদ পড়ার শঙ্কা কাজ করে জানিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।
আগামীকাল স্বাগতিক সিলেটের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ অনুশীলন থাকলেও আগের রাত থেকে শুরু হওয়া অসময়ের বৃষ্টি বাতিল করতে বাধ্য করে অনুশীলন। টিম হোটেলেই সময় কাটানো রাজশাহীর প্রতিনিধি হয়ে হোটেলেই সাংবাদিকদের সাথে কথা বলেন পেসার কামরুল ইসলাম রাব্বি। আফিফ হোসেন, ফরহাদ রেজা হয়ে আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, রবি বোপারারা পুরোদস্তুর অলরাউন্ডার।
এমন একাদশে খেলা চাপ তৈরি করে বলে মনে করেন ৬ ম্যাচে ৬ উইকেট নেওয়া রাব্বি। কোন ম্যাচেই অবশ্য সুযোগ হয়নি পুরো চার ওভারের কোটা শেষ করার। দলে এত বেশি অলরাউন্ডার যে এমন শঙ্কায়ও থাকতে হয় এক ওভার খারাপ করলেই বুঝি বাদ পড়বেন, ‘সবথেকে বেশি পেস বোলার , অলরাউন্ডার বেশি আমাদের দলে। এমন হয়ে যে ৯-১০ জন বল করে। এক ওভার খারাপ করলে আসলেই বল আর পাওয়া যায়না। প্রতিটা ম্যাচেই মনে হয় এই ম্যাচে ভালো না করলে পরে আর ম্যাচ পাবোনা।’
ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্টে কাজে দিবে এমন চাপ বিশ্বাস রাব্বির, ‘টিমে অনেক বোলার আছে। ভালো কিছু করে পরের ম্যাচ কনফার্ম করতে হবে। অনেক বেশি চাপ থাকে। এটা ভালো , চাপ নিয়ে ভালো খেলা ঢাকা লিগ বা ন্যাশনাল খেলা গুলোতে কাজে লাগে।’
টানা সফলতা পাচ্ছে পদ্মাপাড়ের দল রাজশাহী রয়্যালস। এমন সাফল্যে উচ্ছ্বসিত নয় বরং প্লে-অফে খারাপ খেলার ভয়, শঙ্কাও তৈরি করে বলে জানান ডানহাতি এই পেসার, ‘একটানা আমরা যখন পাঁচটা ম্যাচ জিতলাম তখন আমাদের মিটিংয়ে একটা কথা হয়েছে, এরকম অভ্যাস থাকা ভালো কিন্তু এটার খারাপ দিকও আছে যেমন অনেক সময় এমন হয় যে পুরো পয়েন্ট টেবিলের টপে থেকে আমরা শেষ করলাম কিন্তু সেমিফাইনালে গিয়ে হেরে গেলাম। এরকম একটা ব্যাপার থাকে।’
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল রাজশাহী আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে তলানির দল সিলেট থান্ডারের। তলানির দল হলেও জয় পাওয়াটা খুব সহজ হবে বলছেন না রাব্বি, ‘সিলেট যদিও পয়েন্ট তালিকার সবার নিচে কিন্তু মাঠে যারা ভালো খেলবে তারা আসলে জিতবে। আর তাই আমাদের মাঠে ভালো করার চেষ্টা থাকবে কারণ জেতার অভ্যাস একটা গুরত্বপূর্ণ বিষয়। পরের ম্যাচে ভালো করলে সেটা পরের ধাপে কাজে দিবে। আমরা অবশ্যই ওদেরকে শক্তভাবে নিবো, মোমেন্টাম ধরে রাখা দরকার কারণ যেকোন দিক যেকোন কিছু চলে যেতে পারে আর তাই আমরা শক্ত থাকবো।’
এদিকে সিলেটের খাবার নিয়েও প্রশংসা ঝরেছে কামরুল ইসলাম রাব্বির কন্ঠে। বিদেশীরাও বাংলাদেশী খাবারে অভ্যস্ত হয়ে পড়েছে বলে জানান রাজশাহীর এই পেসার, ‘সিলেটে আসলে খাবার অনেক ভালো। সবাই অনেক পছন্দ করে। সুযোগ পেলেই সবাই বাইরে চলে যায়। খাবারের ব্যাপার তো থাকেই , বিদেশীরা কিন্তু অনেক অভ্যস্ত বাংলাদেশের খাবারের সাথে। ওরা নিজেরাও অর্ডার করে, ওরা স্পাইসি , মাছ সবকিছু পছন্দ করে। একেকটা একেক রকম, ঢাকা, সিলেট, চট্টগ্রামের ধরণ আলাদা। তবে লোকাল আমরা বললে সিলেটের খাবার অনেক পছন্দ করি।’