

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা হচ্ছে বেশ ভালোভাবেই। ২০২০ এর জানুয়ারিতে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টির বাংলাদেশ-পাকিস্তান সিরিজ প্রায় অনিশ্চিতই। নিরাপত্তার বিষয় উল্লেখ বিসিবি তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়েছে পিসিবিকে। ‘ভারতের চাপে পাকিস্তানে আসতে চাইছে না বাংলাদেশ’- এবার পাকিস্তানি গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী।
পাকিস্তান জাতীয় দলের কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক, টেস্ট অধিনায়ক আজহার আলী, বোর্ড সভাপতি এহসান মানি, সাবেক তারকা পেসাত শোয়েব আখতারের পর এবার বাংলাদেশের সিদ্ধান্তের উপর চটেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম পাক প্যাশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী শ্রীলঙ্কা দলের পাকিস্তান সফর উল্লেখ করেন বলেছেন,
‘শ্রীলঙ্কা আমাদের এখানে এসে খেলে গেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা লঙ্কান খেলোয়াড়দের বিবৃতি শুনেছি। তারা বলেছে, পাকিস্তানে ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ রয়েছে। এখানকার নিরাপত্তা ও এদেশের মানুষের আতিথেয়তায় তারা মুগ্ধ। তারা কোনো সমস্যায় পড়েনি।’
বাংলাদেশকে পাকিস্তানে স্বাগত জানাতে তাঁরা প্রস্তুত। তবে পাক পররাষ্ট্রমন্ত্রীর মতে, ভারতের চাপে পাকিস্তানে আসতে চাইছে না বাংলাদেশ।
‘আমরা বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। তাদের দেখে মনে হচ্ছে, তারা সফরে আসতে প্রস্তুতও। কিন্তু আমার সন্দেহ, এখানে না আসতে ভারত তাদের চাপ দিচ্ছে।’
ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত নয়। খেলাধুলা বিনোদনের একটি মাধ্যম, এটাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ ঘটানো উচিত নয় বলে তিনি বাংলাদেশকে সতর্ক করে বলেন,
‘বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া উচিত নয় তাদের।’