

আন্তর্জাতিক শিডিউলে চারদিনের টেস্ট অন্তর্ভুক্ত করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শীর্ষ টেস্ট খেলুড়ে দলগুলোর সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে চারদিনের টেস্ট আবশ্যক করার পরিকল্পনাও অনেকটা চূড়ান্ত। যদিও ক্রিকেটাররা টেস্ট ফরম্যাটের এমন পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন।
আন্তর্জাতিক সূচীতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেই টেস্ট ক্রিকেটের দৈর্ঘ্য কমানোর পক্ষে আইসিসি। চারদিনের টেস্ট ম্যাচ অন্যান্য ম্যাচগুলো আরও বেশি সংখ্যক আয়োজনের ক্ষেত্রে বোর্ডগুলোকে পর্যাপ্ত সময় দেবে বলে মনে করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
পদক্ষেপটি আয়োজক বোর্ড ও সম্প্রচারকারী সংস্থাকে সাহায্য করবে। কারণ ম্যাচের পঞ্চম দিনের জন্য আর্থিক বাজেট করতে হবেনা। এক্ষেত্রে প্রতিদিন ৯০ ওভারের পরিবর্তে খেলা হতে পারে ৯৮ ওভার করে ফলে পাঁচদিনের টেস্টের সাথে তুলনা করতে গেলে কমে যাবে ৬৮ ওভার। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টসন জানিয়েছে তারা বেশ গুরুত্বের সাথেই চারদিনের টেস্ট ম্যাচের দিকে নজর দিচ্ছে।
তারা ২০২০ সালে আফগানিস্তানকে চার দিনের ম্যাচ খেলতেও আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে। আর এই লক্ষ্যে বোর্ডের অন্যান্য সদস্যরা টেস্টের অতীত রেকর্ড, পরিসংখ্যান নিয়েও গবেষণায় নেমেছেন।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চারদিনের টেস্টের পক্ষে মতামত ব্যক্ত করলেও দেশটির টেস্ট অধিনায়ক টিম পেইন জানিয়েছেন আগের মতই টেস্ট ক্রিকেট পাঁচদিনের থাকুক এমনটাই চাইছেন তিনি। চলতি বছর অ্যাশেজে তাদের বেশিরভাগ ম্যাচে জয় এসেছে পঞ্চম দিনে গিয়ে। তার মতে টেস্ট যদি চারদিনের হত তাহলে অনেক ম্যাচেই তারা ফল পেতনা।