

আগামী মাসে ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন বছরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ পেলেন ডি’অর্চি শর্ট। শুরুতে প্রকাশিত দলে নাম ছিল না তার। সিম বোলার শন অ্যাবটের স্থলাভিষিক্ত হয়ে ভারতে যাবেন শর্ট।
চলমান বিগ ব্যাশ লিগে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়ে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন শন অ্যাবট। স্বাভাবিকভাবেই ১৪-১৯ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য তিন ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। তাই অনেকটা বাধ্য হয়েই স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
স্কোয়াডে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসনরা আগে থেকেই ছিলেন। তাই শন অ্যাবটের বদলী খুঁজতে যেয়ে কোন পেসার খোঁজেননি অজি নির্বাচকরা। খেলাটা ভারতের মাটিতে বলেই কিনা স্পিন সামলাতে পারেন টপ অর্ডারে ব্যাট করে এবং রিস্ট স্পিন করতে জানেন এমন কাউকে বিবেচনা করেছেন তারা।
অজি নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘এটা খুবই দুঃখজনক (শন অ্যাবটের ইনজুরি)। সে আমাদের সাদা বলের ক্রিকেট ভাবনায় ভালোভাবেই আছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্বকাপ ভাবনায়।’
‘ডি’অর্চি শর্ট অ্যাশটন অ্যাগারের মতো স্কোয়াডে আরো একজন স্পিনিং অলরাউন্ডার অফার করে। চার বিশ্বমানের পেসারের সাথে অ্যাডাম জাম্পা তো আছেই। এখন শর্টের উপস্থিতি আমাদের স্কোয়াডকে ব্যালান্সড করে তুললো। তার রেকর্ড ও ব্যাটিং অর্ডারের যেকোন জায়গাতে ব্যাট করার ক্ষমতা বলে দেয় সে স্কোয়াডে দারুণ এক সম্পদ।’
অস্ট্রেলিয়ার হয়ে ৪ টি ওয়ানডে ও ২০ টি টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই ওপেনার। ব্যাটিংয়ের সাথে বোনাস বাঁহাতি চায়নাম্যান বোলিং।
আগামী ১৪, ১৭ ও ১৯ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে স্বাগতিক ভারত ও সফরকারী অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে মুম্বাই, রাজকোট ও ব্যাঙ্গালুরুতে।
ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডি’অর্চি শর্ট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াডঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, কেদার যাদব, রিশাব পান্ট (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, নভদ্বীপ সাইনি, জাসপ্রীত বুমরাহ, শারদুল ঠাকুর ও মোহাম্মদ শামি।