

বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত ফর্মে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আছে সবার উপরে, ৬ ম্যাচে ৫ জয়ে রাজশাহীর অবস্থান দুইয়ে। এদিকে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেভারিট ভাবা হচ্ছিল ঢাকা প্লাটুনকে, ৭ ম্যাচে ৪ জয়ে তাদের অবস্থান তালিকার চার নম্বরে। প্লে-অফের দৌড়ে থাকলেও বাকী ম্যাচগুলোয় ভালো করার বিকল্প নেই মাশরাফির প্লাটুনের। আগামীকাল মিরপুরে তারা মুখোমুখি হবে রাজশাহী রয়্যালসের, নিজেদের টিকে থাকতে ম্যাচটিকে বেশ গুরুত্বপূর্ণ ভাবছেন প্লাটুন কোচ।
মাশরাফি-তামিমদের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফেভারিটের তকমাও দিয়ে দিয়েছেন আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহীকে। ম্যাচের আগেরদিন মিরপুরে অনুশীলনে ঘাম ঝরায় ওয়াহাব রিয়াজ, এনামুল হক, শাদাব খানরা। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাউদ্দিন জানান তার দলের বোলিং নিয়ে নেই দুশ্চিন্তা তবে ব্যাটিংয়ে করতে হবে আরও ভালো।
রাজশাহীকে ফেভারিট তকমা দিয়ে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘রাজশাহী টুর্নামেন্টে বেশ ভালো খেলতেছে। আমার মনে হয় তারা অন্যতম ফেভারিট দল। আমি মনে করি ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, টির্নামেন্টে টিকে থাকতে হলে জেতার বিকল্প নেই আমাদের। আশা করি আমরা ভালো খেলবো। লাস্ট ম্যাচটা আমরা খুব ভালো খেলতে পারিনি, আমাদের ব্যাটসম্যানরা যদি আরেকটু ভালো খেলে আশা করি ভালো কিছু হবে। ‘
মাশরাফি বিন মর্তুজা, ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরা, শাদাব খান, শহীদ আফ্রিদি, মেহেদী হাসানদের নিয়ে গড়া ঢাকার বোলিং আক্রমণ নিয়ে সন্তুষ্ট দলটির কোচ। তবে ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা চিন্তিত সালাউদ্দিন যোগ করেন, ‘বোলিং তো আমি মনে করি আমাদের বেশ ব্যালেন্স দল। বোলিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে। টপ অর্ডারকে আরও ভালো করতে হবে তবেই আমরা ভালো করতে পারবো।’
এদিকে বেশ ভালো ছন্দে থেকেই ঢাকার বিপক্ষে মাঠে নামার আগে রাজশাহী রয়্যালস সহকারী কোচ রাজিন সালেহ বলেন, ‘আগের ম্যাচগুলো নিয়ে আমরা খুব একটা ভাবিনা, আমাদের কাছে বর্তমানটাই গুরুত্বপূর্ণ। আমাদের থিম হচ্ছে বর্তমান নিয়ে, ঢাকার বিপক্ষে আমরা জেতার জন্যই নামবো। আমাদের প্রসেস ঠিক থাকলে ও ক্রিকেটাররা ভালো করলে আশাকরি জেতা সম্ভব।’