

আসছে ২০২০ এর জানুয়ারিতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর অনিশ্চিত। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললে সেটি হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি আয়োজনেই যদি সম্মত হয় পিসিবি, সে ক্ষেত্রে বিসিবি চাইবে সিরিজটা ইসলামাবাদ কিংবা রাওয়ালপিন্ডিতে যেন হয়। বিসিবির এমন সিদ্ধান্তের ব্যাপারে এবার ক্ষেপেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর (এফটিপি) অনুসারে জানুয়ারিতে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে লম্বা সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্ট সিরিজের ভেন্যু নিয়েই এবার জটিলতা তুঙ্গে।
পাকিস্তানের কোচ মিসবাহ-উল-হক, অধিনায়ক আজহার আলী, বোর্ড সভাপতি এহসান মানির পর এবার বাংলাদেশের উপর চটেছেন সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সম্প্রতি পিটিভি স্পোর্টসে গেম অন অনুষ্ঠানে শোয়েব আখতার বলেন,
‘আমার মতে আজহার আলী এবং পাকিস্তান বোর্ড অনেক ভালো কথা বলেছে। বাংলাদেশ মনে আছে আমরা তোমাদের কিভাবে সাহায্য করেছিলাম? এতোটাও বেইমানি করা উচিৎ না।’
আজ সংবাদ সম্মেলনে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক আজহার আলি বলেন, ‘বাংলাদেশের জন্য কোন অজুহাত থাকার কথা না। শ্রীলঙ্কা কদিন আগেই পাকিস্তানে এসে দারুণ এক সিরিজ খেলে গেলো। ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত নয়। খেলাধুলা বিনোদনের একটি মাধ্যম, এটাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। বিসিবির সঙ্গে চলমান নেগোসিয়েশনে আশা করছি পিসিবি পজিটিভ একটা ফল পাবে।’
পাকিস্তান সফরে বাংলাদেশকে বিশেষ ভাবে সম্মান দেওয়া হবে এবং পাকিস্তানে পুরোপুরি ভাবে ক্রিকেট ফেরাতে বাংলাদেশকে দরকার বলেও জানান শোয়েব আখতার। বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পেতে পাকিস্তান সহযোগিতা করেছে উল্লেখ করে তিনি বলেন,
`আমরা বাংলাদেশকে নিজেদের হাতে টেস্টে ঢুকিয়েছি, খেলিয়েছি, এতোদূর আসতে সাহায্য করেছি। বাংলাদেশ তো আমাদের অনেক ভালোবাসে। সহজ ভাষায় বলছি কারও প্ররোচনায় আসার দরকার নেই। আপনারা আসুন, টেস্ট খেলুন। আপনাদের অনেক ভালোবাসা হবে, ইজ্জত দেয়া হবে। আমাদের আপনাদেরকে দরকার। এগিয়ে আসুন।’