

ব্যাটে বলে চলতি বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফর্ম করে চলেছেন আফিফ হোসেন। তরুণ এই ক্রিকেটার শনিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লার বিপক্ষে ১৫ রানে জয়ী ম্যাচেও খেলেন ৪৩ রানের ইনিংস। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে জানিয়েছেন নিজের ব্যাটিং উন্নতিতে সতীর্থ বিদেশিদের কাছ থেকে শিখছেন। টপ অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়াটাই আন্তর্জাতিকে নিজেকে মেলে ধরতে না পারার কারণ হিসেবেও দেখছেন।
জাতীয় দলে ব্যাট করেন মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে, ঘরোয়া লিগে টপ অর্ডারে। এবারের বিপিএলে শেষ ম্যাচগুলোয় লিটনের সাথে করছেন ওপেন। টপ অর্ডার হোক কিংবা ওপেন করতে নামা ম্যাচে ব্যাট কথা বলছে আফিফের হয়ে। রাজশাহী রয়্যালসের উদ্বোধনী জুটি বেশ জমিয়ে দিয়েছেন আফিফ-লিটন। আগের ম্যাচে আফিফ খেলেছেন ৭৬ রানের ইনিংস, আজ করেছেন ৪৩ রান।
View this post on Instagram
Afif Hossain continues to impress. #BPLT20 #BBPLT20 #BangabandhuBPL #BBPL #bplseason7 #CWvRR #RRvCW
ঘরোয়া কিংবা বয়সভিত্তিকের ফর্মটা জাতীয় দলে টেনে নিতে পারছেননা ঠিক নিজের মত করে। কারণ জানাতে গিয়েই ব্যাটিং অর্ডারের প্রসঙ্গ আনেন ২০ বছর বয়সী এই তরুণ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমি যে অবস্থায় ব্যাটিং করি আর এই বিপিএলে আমি যে অবস্থায় ব্যাটিং করছি পুরোটাই ভিন্ন পজিশন। ওখানে আমার অনেক লোয়ার অর্ডারে ব্যাটিং করা হয়। আমার কাজও ভিন্ন থাকে। আর এখানে আমি টপ অর্ডারে ব্যাটিং করছি। এখানে পাওয়ার প্লে ব্যবহারের সুযোগ থাকছে। আমার জন্য আরও সহজ হচ্ছে ব্যাপারটা।’
দলে রবি বোপারা, শোয়েব মালিক, আন্দ্রে রাসেলের মত ব্যাটসম্যানদের পেয়ে নিজে কতটুকু আদায় করে নিচ্ছেন জানতে চাইলে আফিফ যোগ করেন, ‘এই বিপিএলে অভিজ্ঞ অনেক ক্রিকেটার আছে আমাদের দলে। মালিক ভাই, রবি বোপারা স্পিন অনেক ভালো খেলে। ওদের থেকে চেষ্টা করছি স্পিন কীভাবে ভালো খেলা যায় এটা শেখার জন্য। আর রাসেলের কিছু টেকনিক দেখছি। ও কীভাবে অনুশীলন করে, পাওয়ার হিটিং এর ক্ষত্রে- এসব দেখছি।’
বিপিএলে মূল নজর রেখে নিজের খেলায় প্রতিদিনই উন্নতির তাড়না থাকে উল্লেখ করে এই অলরাউন্ডার বলেন, ‘আমার ফোকাস আপাতত বিপিএলে আছে। বিপিএলে আরও যে কয়েকটা ম্যাচ আছে ওগুলোতে যেন আরও ভালো করতে পারি। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমি চিন্তা করি। সামনের ম্যাচ যেন আরও ভালো করতে পারি সেই চেষ্টা করব।’