

প্লেয়ার ড্রাফটে দল পাননি জিয়াউর রহমান। বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের গ্রুপ পর্বের বড় অংশ শেষ হয়েছে ইতোমধ্যে। এতদিন পর অবশেষে দল পেলেন জিয়া। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে যোগ দিচ্ছেন জিয়া। জিয়াকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে দলটি।
বিপিএলে এর আগে ৫ টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন জিয়াউর রহমান। চিটাগং কিংস, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুরন্ত রাজশাহী ও রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে মোট ৫০ টি ম্যাচে মাঠে নামেন জিয়া। ২১.০৩ গড়ে সেখানে জিয়ার রান ৬১০, স্ট্রাইক রেট ১২৩.২৩। ব্যক্তিগত সর্বোচ্চ- ৬০।
সবমিলিয়ে ৮৭ টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে ৩৩ বছর বয়সী জিয়াউর রহমানের। টি-টোয়েন্টিতে ১০৫৫ রানের মালিক জিয়ার আছে ১৫ টি উইকেটও। ৮৭ টি-টোয়েন্টির মধ্যে ১৪ টি জিয়া খেলেছেন বাংলাদেশের হয়ে।
Hard Hitting Batsman Ziaur Rahman is a new Challenger.#ctgchallengers #born2WIN #BBPL2019 pic.twitter.com/mMphMZ2mys
— Chattogram Challengers (@ctgchallengers) December 28, 2019
৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফটের পরে টুর্নামেন্ট শুরু হবার পর মেহেদী হাসান রানাকে দলে নিয়েছিল চট্টগ্রাম। এখন অব্দি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী রানা। ইনজুরির কারণে মাহমুদউল্লাহ রিয়াদ মিস করছেন বেশ কিছু ম্যাচ। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা ইমরুল কায়েস পালন করছেন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড-
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা, জিয়াউর রহমান।
বিদেশি : ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, আভিষ্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, চ্যাডউইক ওয়ালটন, লিয়াম প্লাংকেট।