

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) স্বাগতিক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বক্সিং ডে টেস্টে। তৃতীয় দিন শেষেই জয় দেখছে টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। ম্যাচের যে গতিপথ- নিউজিল্যান্ডকে জিততে হলে তো বটেই, ম্যাচ ড্র করতেও করতে হবে অসাধ্য সাধন।
২ উইকেটে ৪৪ রান নিয়ে ২য় দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। ৯ রান করে অপরাজিত ছিলেন টম ল্যাথাম, ২ রান করে অপরাজিত ছিলেন রস টেইলর।
তৃতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরেন রস টেইলর। আগের দিনের রানের সাথে আর ২ রান যোগ করতে পারা টেইলর ফেরেন প্যাট কামিন্সের বলে জো বার্নসকে ক্যাচ দিয়ে। টেইলরকে ফেরানোর পরের বলেই হেনরি নিকোলসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন কামিন্স।
৬ নম্বরে ব্যাট করতে নামা বিজে ওয়াটলিংকে ৭ রানের বেশি করতে দেননি জেমস প্যাটিনসন। ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসা কিউই ইনিংসকে ৯৭ অব্দি টেনে নেন টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। গ্র্যান্ডহোমকে ফিরিয়ে সেই জুটি বড় হতে দেননি মিচেল স্টার্ক। দলকে ১০০ রানের গন্ডি পার করে কামিন্সের চতুর্থ শিকার হয়ে আউট হন ল্যাথাম। ১৪৪ বল উইকেটে থেকে ৪ চারে ৫০ রান করেন তিনি।
পরে টিম সাউদিকে ফিরিয়ে ইনিংসে নিজের পঞ্চম উইকেট নেন কামিন্স। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে কামিন্সের উইকেট সংখ্যা এখন ৯৯। ৫৪.৫ ওভাএ ১৪৮ রান তুলেই অলআউট হয় কিউইরা।
কিউইদের ফলো অনে না ফেলে আবার ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার ও জো বার্নস তুলেন ৬২ রান। ৩৮ রান করে ওয়েগনারের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। ওয়েগনার পরে ফেরান ৭ রান করা স্টিভ স্মিথকেও। মাঝে মারনাস লাবুশানে রান আউটে কাটা পড়েন, স্যান্টনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জো বার্নস।
৪ উইকেটে ১৩৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ১৫ রান করে অপরাজিত আছেন ম্যাথু ওয়েড, ১২ রান করে অপরাজিত আছেন ট্রাভিস হেড।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে):
অস্ট্রেলিয়া ১ম ইনিংসে ৪৬৭/১০ (১৫৫.১), ওয়ার্নার ৪১, বার্নস ০, লাবুশানে ৬৩, স্মিথ ৮৫, ওয়েড ৩৮, হেড ১১৪, পেইন ৭৯, স্টার্ক ১, প্যাটিনসন ১৪*, কামিন্স ০, লায়ন ১; বোল্ট ৩১-৩-৯১-১, সাউদি ৩৩.১-৬-১০৩-৩, গ্র্যান্ডহোম ৩০-৫-৬৮-২, ওয়েগনার ৩৮-১১-৮৩-৪।
নিউজিল্যান্ড ১ম ইনিংসে ১৪৮/১০ (৫৪.৫), ল্যাথাম ৫০, ব্লান্ডেল ১৫, উইলিয়ামসন ৯, টেইলর ৪, নিকোলস ০, ওয়াটলিং ৭, গ্র্যান্ডহোম ১১, স্যান্টনার ৩, সাউদি ১০, ওয়েগনার ১৮*, বোল্ট ৮; স্টার্ক ১২.৫-৪-৩০-২, কামিন্স ১৭-৫-২৮-৫, প্যাটিনসন ১৫-২-৩৪-৩।
অস্ট্রেলিয়া ২য় ইনিংসে ১৩৭/৪ (৪৫), ওয়ার্নার ৩৮, বার্নস ৩৫, লাবুশানে ১৯, স্মিথ ৭, ওয়েড ১৫*, হেড ১২*; ওয়েগনার ১৩-১-৩৯-২, স্যান্টনার ৮-০-২২-১।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেট হাতে রেখে ৪৫৬ রানে এগিয়ে।