

২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটে স্বপ্নের মতো এক বছর কাটিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপে ব্যাট ও বল হাতে অভাবনীয় পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে। বছরের শেষ ভাগে ১ বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিবের অর্জন মুছে যায়নি। জায়গা করে নিচ্ছেন বিভিন্ন জায়গাতে প্রকাশিত হওয়া সেরা একাদশে। উইজডেন, ক্রিকেট.কম.এইউ এর দশক সেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া সাকিব আল হাসান আছেন ক্রিকবাজের জন্য হার্শা ভোগলের করা ২০১৯ এর সেরা ওয়ানডে একদশে।
হার্শা ভোগলের চোখে ২০১৯ সালে ওয়ানডেতে সেরা দুই ওপেনার ভারতের রোহিত শর্মা ও বিশ্বকাপজয়ী ইংলিশ ওপেনার জেসন রয়। তিনে আছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ভোগলে রাখেননি বাবর আজমকে। তবে পাকিস্তানি এই স্টাইলিশ ব্যাটসম্যানকে উপেক্ষা করতে পারেননি বর্ষসেরা ওয়ানডে দলে।
পাঁচ ও ছয়ে ভোগলে রেখেছেন সাকিব আল হাসান ও ২০১৯ বিশ্বকাপের ম্যান অব দ্যা ফাইনাল বেন স্টোকসকে। দুইজন বিশ্বমানের অলরাউন্ডারেরই ২০১৯ বছর টা কেটেছে দারুণভাবে।
View this post on Instagram
Who is the best? #DecadeChallenge #BestoftheDecade #SAH75 #ShakibAlHasan
উইকেটরক্ষক হিসাবে ভোগলের পছন্দ দ্রুত রান তুলতে পটু জস বাটলারকে। তিন স্পিডস্টার মিচেল স্টার্ক, জফরা আর্চার ও জাসপ্রীত বুমরাহকে নিয়ে ভোগলেকে সাজিয়েছেন পেস আক্রমণ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসাবে আছেন কুলদ্বীপ যাদব।
In a bid to fight for the biggest ODI prize – CWC19, cricketers gave it their all in ODIs this year. Watch as @bhogleharsha picks his ODI XI of 2019, would yours be different? Tell us using #BestOf2019#ViratKohli #RohitSharma #BenStokes #ShakibAlHasan #JaspritBumrah pic.twitter.com/3UhnBRfduH
— Cricbuzz (@cricbuzz) December 28, 2019
হার্শা ভোগলের চোখে ২০১৯ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ-
রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), ভিরাট কোহলি (ভারত, অধিনায়ক), বাবর আজম (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (উইকেটরক্ষক, ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জফরা আর্চার (ইংল্যান্ড), জাসপ্রীত বুমরাহ (ভারত) ও কুলদ্বীপ যাদব (ভারত)।
আরো পড়ুনঃ
উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব।
ক্রিকেট.কম.এইউ এর দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব।