

রংপুর রেঞ্জার্স শুরুতে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলটির অধিনায়ক হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিল। টানা পরাজয় দেখতে থাকা দলটি পরে বদল আনে অধিনায়কত্বে। নতুন অধিনায়ক টম অ্যাবেলের অধীনে জয়ের মুখ দেখে দলটি। আজ অবশ্য একাদশেই নেই টম অ্যাবেল। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে অধিনায়ক হিসাবে নেমেছেন শেন ওয়াটসন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে খুলনা টাইগার্সকে ব্যাট করতে পাঠান রংপুর রেঞ্জার্স অধিনায়ক শেন ওয়াটসন। বিপিএলে এবারই প্রথম খেলছেন শেন ওয়াটসন। অজি এই অলরাউন্ডারের বিপিএল অভিষেক হলো অধিনায়ক হিসাবেই।
খুলনা টাইগার্স একাদশ-
মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাইলি রুশো, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিঙ্ক, নাজিবউল্লাহ জাদরান, তানভির ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম।
রংপুর রেঞ্জার্স একাদশ-
মোহাম্মদ নাইম, শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যামেরুন দেলপোর্ত, লুইস গ্রেগরি, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও জাকির হাসান।