

৪ উইকেটে ২৫৭ রান স্কোরবোর্ডে জমা করে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। ৭৭ রান করে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ, ২৫ রান করে অপরাজিত ছিলেন ট্রাভিস হেড।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দ্বিতীয় দিনের ১৫ তম ওভারে সাজঘরে ফেরেন স্মিথ। আগের দিনের রানের চেয়ে আর কেবল ৮ রান যোগ করতে পারেন স্মিথ। নেইল ওয়েগনারের বলে হেনরি নিকোলসকে ক্যাচ দেবার সময় স্মিথের নামের পাশে ২৪২ বলে ৮৫ রান।
স্মিথের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড ম্যাচে ফিরেছিল। তবে কিউইদের পিছিয়ে দেন ট্রাভিস হেড ও অজি দলপতি টিম পেইন। ৬ষ্ঠ উইকেটে এই দুইজন যোগ করেন ঠিক ১৫০ রান। ১৩৮ বলে ৯ চারে ৭৯ রান করে আউট হন পেইন, ওয়েগনারের বলে এলবিডব্লিউ হয়ে।
পেইন সেঞ্চুরি মিস করলেও সেঞ্চুরি তুলে নেন ট্রাভিস হেড। ২৩৪ বলে ১২ চারে ১১৪ রান করা হেডকে ফিরিয়ে নিজের ৪র্থ উইকেট পান ওয়েগনার। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ৪৬৭ রানে।
অজিরা অলআউট হবার পর দ্বিতীয় দিনে কিউইরা ব্যাট করে ১৮ ওভার। তাতেই ওপেনার টম ব্লান্ডেল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে বসেছে তারা। স্কোরবোর্ডে রান জমা হয়েছে ৪৪।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
অস্ট্রেলিয়া ১ম ইনিংসে ৪৬৭/১০ (১৫৫.১), ওয়ার্নার ৪১, বার্নস ০, লাবুশানে ৬৩, স্মিথ ৮৫, ওয়েড ৩৮, হেড ১১৪, পেইন ৭৯, স্টার্ক ১, প্যাটিনসন ১৪*, কামিন্স ০, লায়ন ১; বোল্ট ৩১-৩-৯১-১, সাউদি ৩৩.১-৬-১০৩-৩, গ্র্যান্ডহোম ৩০-৫-৬৮-২, ওয়েগনার ৩৮-১১-৮৩-৪।
নিউজিল্যান্ড ১ম ইনিংসে ৪৪/২ (১৮), ল্যাথাম ৯*, ব্লান্ডেল ১৫, উইলিয়ামসন ৯, টেইলর ২*; কামিন্স ৭-৩-৮-১, প্যাটিনসন ৫-১-৯-১।