

পার্থ টেস্টে দুই ইনিংসে ১৪৩ ও ৫০ রান করা মারনাস লাবুশেইন আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা দশে উঠে এসেছেন পাকিস্তানের বাবর আজম।
তিন ধাপ এগিয়ে ৫ এ উঠে এসেছেন মারনাস লাবুশেইন। টপকে গেছেন ডেভিড ওয়ার্নারকে। স্টিভ স্মিথের পর লাবুশেইন এখন দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়া অজি ব্যাটসম্যান। ক্যারিয়ার সেরা ৭৮৬ রেটিং পয়েন্ট এখন তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯৬ রানের বড় ব্যবধানে হারলেও র্যাংকিংয়ে উন্নতি হয়েছে রস টেইলর, কলিন ডি গ্র্যান্ডহোমের। ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন টেইলর। ৩ ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে কলিন ডি গ্র্যান্ডহোম।
রাউলাপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ড্র হওয়া ম্যাচে সেঞ্চুরি করেন বাবর আজম। অপরাজিত সেঞ্চুরি করে ৪ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন তিনি। ক্যারিয়ার সেরা ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন ক্যারিয়ার সেরা র্যাংকিং অবস্থানে বাবর আজম। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আবিদ আলি একবারেই উঠে এসেছেন ৭৮ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৪১০।
শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস ১ ধাপ এগিয়ে এখন আছেন ২৩ নম্বরে। সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভা ৪৩ নম্বর থেকে ৮ ধাপ এগিয়ে এখন আছেন ৩৫ নম্বরে।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিং (সেরা ১০)
১. ভিরাট কোহলি (ভারত)- ৯২৮
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯১১
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৬৪
৪. চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৯১
৫. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৭৮৬
৬. আজিঙ্কা রাহানে (ভারত)- ৭৫৯
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৫৫
৮. জো রুট (ইংল্যান্ড)- ৭৫২
৯. বাবর আজম (পাকিস্তান)- ৭২৮
১০. দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)- ৭২৫