

আসন্ন পিএসএল (পাকিস্তান সুপার লিগ) আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটের জন্য পাকিস্তান ও পাকিস্তানের বাইরের ক্রিকেটারদের তালিকা প্রকাশ করছে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং- এই ৫ ক্যাটাগরিতে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করছে পিসিবি। নতুন প্রকাশিত সিলভার ক্যাটাগরির ওভারসিজ ক্রিকেটারের তালিকায় আছেন ৯ বাংলাদেশি।
আজ ওভারসিজ ক্রিকেটারের সিলভার ক্যাটাগরিতে মোট ১৮২ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশি (৯)- আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ হাসান।
Here is the preliminary foreign player Silver category pool for #HBLPSL Player Draft 2019!
What are your suggestions for your favourite team? pic.twitter.com/vBk2VhE0B3
— PakistanSuperLeague (@thePSLt20) November 18, 2019
এর আগে প্রকাশিত ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন ৪ বাংলাদেশি, প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলো না কোন বাংলাদেশি ক্রিকেটারের নাম।
ডায়মন্ড ক্যাটাগরিতে (৪)- তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।
গোল্ড ক্যাটাগরিতে ১৪৪ জন ওভারসিজ ক্রিকেটারের মধ্যে ১০ জন আছেন বাংলাদেশি।
গোল্ড ক্যাটাগরিতে (১০)- আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, আমিনুল ইসলাম বিপ্লব, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ।
প্লাটিনাম লিস্ট (ওভারসিজ)-
The preliminary foreign player Platinum pool for #HBLPSL Player Draft 2019 is here! More names coming soon. Who else do you want to see in action?
Details: https://t.co/3l0XahQ2iA pic.twitter.com/NEmIvN1tO4
— PakistanSuperLeague (@thePSLt20) November 13, 2019