

বগুড়ায় জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচটি ড্র হয়েছে। প্রথম স্তরের আরেকটি ম্যাচে কক্সবাজারের মাঠে রাজশাহীকে দারুণ এক জয় এনে দিলেন দুই স্পিনার সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব।
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচের প্রথম তিন দিনে খেলা হয়নি। চার দিনের ম্যাচে প্রথম তিন দিন বৃষ্টির কারণে বল মাঠে গড়ায়নি। চতুর্থ ও শেষ দিনে খেলা মাঠে গড়ালেও ফল পাওয়ার কোনোরকম সম্ভাবনা ছিল না। এমন নিষ্প্রাণ ম্যাচে উত্তেজনা ছড়িয়েছেন মোহাম্মদ আশরাফুল।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২১তম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের তারকা ব্যাটসম্যান, খেলেছেন অপরাজিত ১৫০ রানের ইনিংস। আশরাফুলের নান্দনিক ইনিংসে ছিল ১৬টি চারের মার।
৫ উইকেটে ৩১২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল। এরপর ঢাকা মেট্রো বিনা উইকেটে ৩৪ রান তোলার পর দুদল ড্র মেনে নেয়।
প্রথম স্তরের একটি ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ম্যাচের শেষদিন ১১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় রংপুর। তবে এরপরেই ম্যাচের হাল ধরেন নাইম ইসলাম এবং আরিফুল হক। সাকলাইন সজিব এবং সানজামুল ইসলামের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রংপুরের ব্যাটসম্যান। রাজশাহীর এই দুই বোলারই তুলে নেন ৫টি করে উইকেট। আর তাতেই রংপুরের ইনিংস শেষ হয় ১১১ রানে। শেষের নাটকীয়তায় রাজশাহী জয় পায় মাত্র ৬ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ (রাজশাহী-রংপুর)
রাজশাহী ১ম ইনিংসঃ ২০১/১০ (৭১.৪ ওভার)
রংপুর ১ম ইনিংসঃ ২৭৪/১০ (১১৮.৫ ওভার)
রাজশাহী ২য় ইনিংসঃ ১৯০/১০ (৭৬ ওভার) মিজানুর ১৭, সাব্বির ৬, শাকির ২৯, জুনায়েদ ৩৪, ফরহাদ ০, মোহিমেনুল ৬, মুক্তার ২৪, সানজামুল ৩৬, দেলোয়ার ১৮, ইফতেখার ৩, সাকলাইন ০*; সোহরাওয়ার্দী ২১-১১-৩৬-২, মাহমুদুল ২৪-১১-৩৫-২, সঞ্জিত ১৪-৩-৩০-২, তানবীর ২৩.১-৭-৩০-৩, নাসির ৬-৪-৯-১
রংপুর ২য় ইনিংসঃ ১১১/১০ (৬০.৪ ওভার) মারুফ ৫, মাহমুদুল ১৪, সোহরাওয়ার্দী ১৪, তানবীর ২, নাঈম ৩৬, আরিফুল ২৬, নাসির ১, ধীমান ০, সাজেদুল ১০, সঞ্জিত ১*, মুকিদুল ০; সানজামুল ২৫.৪-৫-৪৮-৫, সাকলাইন ২৬-১১-৩৫-৫
ফলাফলঃ রাজশাহী ৬ রানে জয়ী
ম্যাচসেরাঃ সানজামুল ইসলাম (রাজশাহী)
সংক্ষিপ্ত স্কোরঃ (বরিশাল-ঢাকা মেট্রো)
বরিশাল ১ম ইনিংসঃ ৩১২/৫ডি. (৭২.৪ ওভার) আশরাফুল ১৫০*, নাফীস ১৬, রাব্বি ১৮, মইন ৩, সোহাগ গাজী ৬৮, সালমান ৫০*; শরিফউল্লাহ ৩/১১৪, শহিদুল ১/৪৪, মানিক ১/৫২
ঢাকা মেট্রো ১ম ইনিংসঃ ৩৪/০ডি. (১২ ওভার) সাদমান ইসলাম ১৭*, রাকিন ১৭*
ফলাফলঃ ম্যাচ ড্র
ম্যাচসেরাঃ মোহাম্মদ আশরাফুল (বরিশাল)