

দিন দুয়েক ধরেই শোনা যাচ্ছে আসন্ন ভারত সফরে বিসিসিআইয়ের তরফ থেকে গোলাপি বল তথা দিবা রাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি। বিসিবিও বিষয়টি নিশ্চিত করেছে তবে প্রস্তাবে তারা রাজি কিনা সে সিদ্ধান্ত নেবেন ক্রিকেটাররা। আজই (২৮ অক্টোবর) আলোচনা করা হবে নির্বাচক ও কোচের সাথে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।
একদিন আগে গোলাপি বলে খেলা প্রস্তাব নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন প্রস্তাব পেয়েছেন তবে সিদ্ধান্ত নিবেন ভেবে চিন্তে, মূলত গোলাপি বলে খেলার অনভিজ্ঞতার কারণেই ঝুঁকি নিতে চায়না বোর্ড। আজ(২৮ অক্টোবর) আকরাম খানও বললেন প্রায় একই সুরে কথা,’আমাদের কাছে একটা ভালো অফার এসেছে গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে। তো আমরা আমাদের খেলোয়াড়দের কাছ থেকে জানতে চাই ওরা খেলতে চায় কিনা।’
মিরপুরে চলছে ভারত সফর সামনে রেখে দুই প্রস্তুতি ম্যাচের শেষটি। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের এটিই ব্যাট বলের শেষ অনুশীলন। আগামীকা বিশ্রামের পর ৩০ অক্টোবর উড়াল দিবে ভারতে। সেক্ষত্রে গোলাপি বলে খেলবে কিনা সিদ্ধান্ত কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে আকরাম খান বলেন’ আজ আমরা ম্যাচ শেষে কোচ, নির্বাচকদের নিয়ে বসবো খেলোয়াড়রাও থাকবে।’
আর সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছেন উল্লেখ করে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আরও যোগ করেন, ‘আমরাতো এটা পুরোপুরি ছেড়ে দিয়েছি কোচ এবং খেলোয়াড়দের। যেহেতু আমরা গোলাপি বল দিয়ে কোন ম্যাচ খেলিনি এমনকি অনুশীলনও করিনি তাই ওদের মতামতই খুব গুরুত্বপূর্ণ।’
এদিকে ১১ দফা(পরবর্তীতে যা ১৩ দফা) দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট, সাকিবের বেআইনীভাবে টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া, অনুশীলন ক্যাম্প, প্রস্তুতি ম্যাচে অনুপস্থিতি, তামিমের পুরো সিরিজ থেকে সরে যাওয়া নিয়ে বোর্ড সভাপতির মন্তব্যের পর সাকিবেরও ভারত সফরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা। সব মিলিয়ে দেশের ক্রিকেট অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে বোর্ড মনে করে কিনা জানতে চাইলে আকরাম খান বলেন,’আমাদের কাছে এমন মনে হচ্ছেনা। একটা ঘটনা যেটা ঘটেছে সেটাতো মীমাংসা হয়েছে। আশা করি ভবিষ্যতে এমন কিছু হবেনা।’