

আগামী ৩ নভেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে নিজেদের ঝালিয়ে নেবার মিশনে নিজেদের মধ্যেই দুইটি প্রস্তুতি ম্যাচ খেলছে ক্রিকেটাররা। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে চলছে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাত্তা না পাওয়া লাল দল আজ হেসেছে বিজয়ের হাসি।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। মুস্তাফিজুর রহমানের করা ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাইম শেখ। পরের ওভারে নাইম জাসানের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনে নামা মোহাম্মদ মিঠুন।
৪ ওভার শেষ হবার পরপরই মিরপুরে নিভে যায় ফ্লাডলাইট। এর আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের হোম অফ ক্রিকেটে এমন ঘটনা ঘটেছিলো। অবশ্য মিনিট দশ খেলা বন্ধ থাকার পর ফ্লাডলাইটের আলো জ্বলে উঠলে আবার শুরু হয় ম্যাচটি।
ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্ত তৃতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েসের সঙ্গে দারুণ এক জুটি গড়েছিলেন। তবে আফিফ হোসেনের এক ওভারেই দুজন আউট হয়ে সাজঘরে ফিরলে বিপাকে পড়ে সবুজ দল। পরে ১৬ তম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের বলে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির রহমান।
ব্যাট হাতে দারুণ কিছু শট খেলে রান করা ইয়াসির আলি চৌধুরী রাব্বি ১৮ তম ওভারের ৩য় বলে আবু হায়দার রনির বলে আউট হলে কার্যত শেষ হয় সবুজ দলের সম্ভাবনা। ঐ ওভারেই রনির বলে লিটনের দারুণ এক ক্যাচে সাজঘরের পথ ধরতে হয় মিরাজকেও।
শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান করতে পারে সবুজ দল। ম্যাচটি লাল দল জিতে নেয় ১১ রানে।
এর আগে মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে লাল দল করতে পারে ১৪১ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
লাল দল ১৪১/৬ (২০), লিটন ২, সৌম্য ৫, আফিফ ২৮, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৮১, সৈকত ১৪; আল আমিন ২৫/১, মিরাজ ১৫/১, এবাদত ৩১/৩, সানি ৩৪/০, রিশাদ ১৯/০, তাইজুল ১৫/০।
সবুজ দল ১৩০/৭ (২০), নাইম ৩, শান্ত ৩৪, মিঠুন ৪, ইমরুল ৩২, সাব্বির ১৩, রাব্বি ২২, মিরাজ ২, রিশাদ ১০*, তাইজুল ৩*; শফিউল ২৩/০, নাইম ২০/১, মুস্তাফিজ ৩৩/২, রনি ১৪/২, আফিফ ৩/২, বিপ্লব ২৫/০।
ফলাফলঃ লাল দল ১১ রানে জয়ী।