

বিসিবিকে দেওয়া ক্রিকেটারদের ১৩ দফা দাবির মূলে ছিলো ঘরোয়া লিগের মানোন্নয়ন ও বেতন ভাতা বৃদ্ধি করা। ক্রিকেটারদের যৌক্তিক দাবি বিসিবি মেনে নিয়েছে প্রায় সবই এমনটি জানিয়েছিলেন বিসিবি সভাপতি। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হলো জাতীয় লিগের নতুন বেতন কাঠামো ও সুবিধাদি।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন বেতন কাঠামোর কথা জানিয়েছে বিসিবি। ক্রিকেটারদের দাবি ছিলো ম্যাচ ফি ১ লাখ করার। সেখানে সর্বোচ্চ ম্যাচ ফি করা হয়েছে ৬০,০০০ টাকা। যেটিও পূর্বের চেয়ে ৭১ শতাংশ বেশি।
টায়ার-১
ক্রম | ধরণ | পূর্বের পরিমাণ (টাকা) | বর্তমান পরিমাণ (টাকা) | বেড়েছে (শতাংশ) |
১ | ক্রিকেটারদের ম্যাচ ফি | ৩৫০০০ | ৬০০০০ | ৭১% |
২ | ভ্রমণ ভাতা | ২৫০০ | বিমানের ব্যবস্থা, আর ভেন্যুর স্থানে বিমান ব্যবস্থা না থাকলে ৩৫০০ টাকা | |
৩ | দৈনিক ভাতা (ডিএ) | ১৫০০ | ২৫০০ | ৬৭% |
টায়ার-২
ক্রম | ধরণ | পূর্বের পরিমাণ (টাকা) | বর্তমান পরিমাণ (টাকা) | বেড়েছে (শতাংশ) |
১ | ক্রিকেটারদের ম্যাচ ফি | ২৫০০০ | ৫০০০০ | ১০০% |
২ | ভ্রমণ ভাতা | ২৫০০ | বিমানের ব্যবস্থা, আর ভেন্যুর স্থানে বিমান ব্যবস্থা না থাকলে ৩৫০০ টাকা | |
৩ | দৈনিক ভাতা (ডিএ) | ১৫০০ | ২৫০০ | ৬৭% |
বিসিবি জানিয়েছে নতুন এই বেতন কার্যকর হয়েছে চলমান ২১ তম জাতীয় লিগের ১ম রাউন্ড থেকেই। বিসিবি এটিও জানিয়েছে ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের থাকার ব্যাপারে সুবিধা আর্থিক মূল্যে উর্ধ্বে ৮০ শতাংশ ও ক্যাটারিং সার্ভিসে উর্ধ্বে ৮৫ শতাংশ বাড়ানো হয়েছে। ক্রিকেটারদের হোটেল থেকে ভেন্যু ও ভেন্যু থেকে হোটেলে যেতে শীতাতপ নিয়ন্ত্রিত বাস নিশ্চিত করেছে বিসিবি।