যেকারণে ভারতের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন আল আমিন

আল আমিন হোসেন
Vinkmag ad

সাড়ে তিনবছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার আল আমিন হোসেন। মূলত ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আর ঈর্ষণীয় ফিটনেস আবার সুযোগ করে দেয় বাংলাদেশ দলে। আসন্ন সিরিজেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের ব্যাপারে আশাবাদী আল আমিন, মূলত ভারতের চাইতে বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের কারণে নিজেদের এগিয়ে রাখছেন ডানহাতি এই পেসার।

আজ (২৬ অক্টোবর) দ্বিতীয় দিন অনুশীলন শেষে মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে আল আমিন বলেন, ‘আমার কাছে মনে হয় ভারতকে হারানোর একটা ভালো সুযোগ আমাদের সামনে। কারণ, ওদের স্কোয়াডটা (টি-টোয়ন্টি) যদি দেখেন একাধিক নতুন খেলোয়াড় আছে। এবং আমাদের বোলিং ইউনিটে বৈচিত্র্য আছে। ওদের মূল পেস স্কোয়াডটা খেলছে না, কোহলিও খেলছে না। আমরা দুই দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ইউনিটেই ওদের কঠিন সময় উপহার দিবো আমরা। ওদের জন্য কাজটা সহজ হবেনা।’

সাকিব, সানি, বিপ্লবদের স্পিন ঘূর্ণির সাথে মুস্তাফিজ, শফিউলের পেস বাংলাদেশের বোলিং আক্রমণকে বৈচিত্র্যময় করেছে উল্লেখ করে আল আমিন যোগ করেন,’মুস্তাফিজ আছে, সাকিব ভাই আছে, শফিউল আছে। যারা অনেকদিন ধরে দলের সাথে আছে। আমিও নতুন করে যোগ হয়েছি এবং বিপ্লব আছে। সবকিছু মিলিয়ে দেখেন আমাদের বোলিং ডিপার্টমেন্ট টা পুরাটাই বৈচিত্র্যময়। লেগ স্পিনার আছে কোয়ালিটি, বাঁহাতি স্পিনার আছে, কাটার আছে- সবকিছু মিলিয়ে আরকি ভালো একটা বোলিং ইউনিট।’

তবে যতই বৈচিত্র্য থাকুক মাঠে সেটা প্রয়োগ করতে না পারলে ফল নিজেদের পক্ষে আসবেনা সেটাও আল আমিনের ভালোই জানা, ‘এখন আমাদের কাজটা করতে হবে। অবশ্য আমাদের মাঠে কাজটা করতে হবে। যতই বলি আমাদের বোলিং ভালো, মাঠে যারা কাজটা করতে পারবে ওরাই দিনশেষে ভালো করবে।’

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডের চাইতে নিজেদের অভিজ্ঞ দাবি ৩০ ছুঁইছুঁই এই পেসারের, ‘দেখেন, আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ এগুলো কিন্তু টুর্নামেন্ট। টুর্নামেন্টে খেলা আর আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্যে পার্থক্য আছে। এর আগে কোহলি সহ ভারত বাংলাদেশে এসেছিলো, আমরা ভালো খেলেছিলাম। আপনি বলতে পারেন ওদের প্লেয়াররা আইপিএল টা ভালো খেলে। কিন্তু নতুন যারা তাঁরা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটটা ওভাবে খেলেনি। আর আমাদের সবাই আন্তর্জাতিক ক্রিকেটে খেলে অভিজ্ঞ। আমরা যদি আমাদের কাজটা সঠিকভাবে করতে পারি তাহলে ইন শা আল্লাহ ভালো কিছু হবে।’

নাজমুল হাসান তারেক

Read Previous

বাংলাদেশের সঙ্গে ‘দিবা-রাত্রি’ টেস্ট খেলতে রাজি কোহলিও

Read Next

‘ব্যাড বয়’ তকমাকে অতীত করতে চান আল আমিন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
4
Share