

৩০ অক্টোবর ভারত যাবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে মিরপুরে সাকিব-মুশফিকরা অনুশীলন করবে মোট পাঁচদিন। পূর্ণাঙ্গ কোচিংস্টাফ নিয়েই আগামীকাল শুক্রবার বেলা ৩টায় অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরিও আগামীকাল যোগ দিবেন দলের সঙ্গে।
আজ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট ও ফিল্ডিং কোচ রায়ান কুক আগামীকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন। নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরিও আগামীকাল যোগ দিবেন দলের সঙ্গে।
‘আসন্ন ভারত সফরের জন্য আগামীকাল থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী কোচিং স্টাফের সকলেই সকালের মধ্যে এখানে চলে আসবে।’
‘আগামীকাল বেলা ৩টা নাগাদ আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে। প্রথমবারের মতো ড্যানিয়েল ভেট্টরি আমাদের এখানে আসছেন। উনি আগামীকাল সকালে আসবেন। কালকে থেকে শুরু হওয়া ক্যাম্পে সবাইকে পাওয়া যাবে।’
পিঠের চোট এখনও থাকায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন যাবেন না ভারত সফরে। সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় ভারত সফরের ১৫ জনের টি-টোয়েন্টি দল সদস্য সংখ্যা একজন কমে গেল। আগামী ৩ নভেম্বর শুরু হতে যাওয়া এই সিরিজের বাকি দুই ম্যাচ ৭ ও ১০ নভেম্বর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।