
১১ দফা দাবি জানানো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার’রা আজ সংবাদ সম্মেলন করবেন ঢাকার অভিজাত এক পাঁচতারকা হোটেলে। আজ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে অংশ নিবেন সাকিব’রা।
আজ সন্ধ্যা পর্যন্ত বিসিবির কর্মকর্তারা অপেক্ষায় থাকবেন ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসার জন্যে। কিন্তু ক্রিকেটার’রা বিসিবির সঙ্গে আলোচনায় না বসে সংবাদ সম্মেলন করবেন সন্ধ্যা ৬টায়।
ক্রিকেটারদের ১১ দফা নিয়ে বিসিবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গতকালই জানিয়েছে দাবির বেশিরভাগই মেনে নেওয়ার মতো। তবে ক্রিকেটাররা নিজেরা বিসিবির সাথে বসে সমঝোতা না করলে বোর্ড কোন সিদ্ধান্ত জানাবেনা। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও কোয়াবের সভাপতি নাইমুর রহমান দুর্জয় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান।
সেখানে বোর্ড সভাপতি সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন ক্রিকেটারদের দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য তারা প্রস্তুত। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা ক্রিকেটারদের জন্য সবসময় খোলা থাকা সত্বেও ক্রিকেটাররা কেন তাকে কিছু জানায়নি সেজন্য প্রকাশ করেছেন বিস্ময়!
গণভবন থেকে দুপুর সাড়ে তিনটা নাগাদ বিসিবিতে আসেন সভাপতি নাজমুল হাসান পাপন ও নাইমুর রহমান দুর্জয়। এর আগে থেকেই বোর্ডে উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরি, বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, আকরাম খানরা।
আগামী ৩ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর ভারত সফরের আগ মুহূর্তে বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসানরা। তবে বাংলাদেশ ক্রিকেট বলছে, এই ধর্মঘট পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর ফলে টাইগারদের ভারত সফর নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।বোর্ড(বিসিবি)