

ক্রিকেটারদের ১১ দফা নিয়ে বিসিবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গতকালই জানিয়েছে দাবির বেশিরভাগই মেনে নেওয়ার মত। তবে ক্রিকেটাররা নিজেরা বিসিবির সাথে বসে সমঝোতা না করলে বোর্ড কোন সিদ্ধান্ত জানাবেনা। সকালে বিসিবি প্রধান নির্বাহীর সাথে ক্রিকেটারদের যোগাযোগের পর বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালক গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান,
‘খেলোয়াড়দের সকল দাবি মেনে নিতে আমরা প্রস্তুত। খেলা বন্ধের পেছনে নিশ্চই কোনো ষড়যন্ত্র আছে।’
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে বললেন,
‘প্রধানমন্ত্রীর দরজা খেলোয়াড়দের জন্য সবসময় খোলা। কেনো অবহিত না করে আন্দোলনে গেলেন।’
গণভবন থেকে বিসিবিতে ফিরে সাংবাদিকদের নাইমুর রহমান দুর্জয় বলেন,
‘আসলে মানার তো কিছু নেই, জাস্ট বাড়ানোর ব্যাপার। পাঁচটার দিকে বসবো আমরা, তারপর চূড়ান্ত হবে।’
ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ঘোষণা দেন। এবং দাবি না মানা পর্যন্ত বাংলাদেশে সব ধরণের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সাকিব আল হাসান।
এরই প্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেছেন ক্রিকেটাররা বিসিবিকে স্মারকলিপি না প্রদান করেই সংবাদ মাধ্যমের কাছে ১১ দফা দাবি পেশ করেছে।
এরই প্রেক্ষিতে আজ বুধবার দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা জানান বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এবং ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সেই বৈঠক হবে আজ বিকেলেই।