

সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক গ্রামীনফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সাকিব গ্রামীনফোনের তরফ থেকে করা বেশ কিছু ক্রিকেটীয় ও অক্রিকেটীয় ব্যাপারে নিজের পছন্দের কথা জানিয়েছেন।
সেরা ফিল্ডার- এবি ডি ভিলিয়ার্স
সেরা বাঁহাতি ফিল্ডার- বাঁহাতি ফিল্ডার সবাই ভালো। আমার মতে এখন যারা খেলছে তাঁদের মধ্যে জাদেজা খুব ভালো।
সেরা ফুটবলার- লিওনেল মেসি, টিম- আর্জেন্টিনা, বার্সেলোনা
ফুটবলে সেরা হেডার- রোনালদো- ক্রিশ্চিয়ানো রোনালদো
সেরা মিউজিশিয়ান- নির্দিষ্ট করে কেউ নেই। দেশি গান ভালো লাগে, ইংলিশ গান শুনতেও ভালো লাগে। তবে নির্দিষ্ট করে কারো নাম নেই।
সেরা মুভি- কয়েকটা ভালো লাগে আমার। তাঁদের মধ্যে ট্রয়, গ্ল্যাডিয়েটর, ব্রেভহার্ট।
সেরা নায়ক- নায়ক নাই, নায়িকা আছে- জেনিফার লরেন্স। অ্যাঞ্জেলিনা জোলি আগে ছিলো এখন নেই।
ড্রেসিংরুমে সেরা মুহূর্ত- ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর পর।
ড্রেসিংরুমে যাকে সবচেয়ে সেরা মনে হয়- ড্রেসিংরুমে থাকলে তো নিজেদের কাউকে সেরা মনে হয় না। অপোনেন্টকে সেরা লাগে। আমি যাদের সঙ্গে খেলেছি- টি-টোয়েন্টি হিসাব করলে ক্রিস গেইল।
সেরা ব্যাটিং পার্টনার- অনেকের সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করি। মুশফিক ভাই, রিয়াদ ভাইয়ের সঙ্গে কিছু বড় বড় পার্টনারশিপ আছে আমার। যারা নরমালি রানিং বিটুইন দ্যা উইকেটে ভালো তাঁদের সঙ্গে ব্যাটিং করতে মজা লাগে।
জীবনের সেরা ডেলিভারি- আমার? যেটা আমি জানি না। যেটাতে উইকেট পাই সেটাই আমার সেরা ডেলিভারি বলে মনে হয়।
জীবনের সেরা মুহূর্ত- এখন পর্যন্ত আমার মেয়ে।
অবসর সময় কাটানোর সেরা উপায়- অবশ্যই সেটা ফ্যামিলির সঙ্গে আমি কাটাতে চাই। আর যদি ফ্যামিলি দূরে থাকে তাহলে কিছু কিছু রিক্রিয়েশনাল জিনিস তো করাই হয়। ভিডিও কলিং টা খুব বেশি করা হয় স্পেশালি মেয়ের সাথে কথা বলার জন্য।