

বাংলাদেশ ক্রিকেট দল তাঁদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট খেলে ২০০০ সালে ভারতের বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঐ টেস্ট দিয়েই নেতৃত্বের অভিষেক হয়েছিলো সৌরভ গাঙ্গুলির। ১৯ বছর পর সাবেক এই সফল অধিনায়ক এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। কোলকাতা টেস্টে ঢাকা টেস্টের স্মৃতি ফিরিয়ে আনতে চান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর সদ্য সাবেক হওয়া প্রধান সৌরভ।
এই প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের বোর্ডের সঙ্গে কথা বলব। যারা ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে খেলেছিলেন, সেই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবি’র (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) । বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাব। অনুরোধ করব, ওই দলের সদস্যদের যেন টেস্টের প্রথম দিন আসার অনুমতি দেওয়া হয়।’
ঢাকার সেই ঐতিহাসিক টেস্টে যারা খেলেছিলেনঃ
ভারত: সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক) সাবা করিম (উইকেরক্ষক), রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, শিবসুন্দর দাস, এস রমেশ, মুরালি কার্তিক, সুনীল জোশী, অজিত আগারকার, জাভাগাল শ্রীনাথ ও
জহির খান।
বাংলাদেশ: নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আল শাহরিয়ার, আকরাম খান, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও বিকাশ রঞ্জন দাস।
প্রথম দিনের খেলা শেষে ঢাকা টেস্টে খেলা ক্রিকেটারদের মধ্যে যারা থাকবেন তাঁদেরকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান সৌরভ- ‘প্রথম দিনের শেষে দু’দলের সদস্যদের সংবর্ধিত করার কথা ভাবা হচ্ছে।’
শুধু ক্রিকেটাররাই নয়। দুই দেশের প্রধানমন্ত্রীও আসবেন কোলকাতা টেস্টে। আসতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সৌরভ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি হয়তো ২১ নভেম্বর রাতেই শহরে (কোলকাতা) আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী (পশ্চিমবঙ্গের) মমতা ব্যানার্জিকে।’