

জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে হারিয়ে ইতিহাস গড়েছিল সিঙ্গাপুর। আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে পেয়েছিল প্রথম জয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে আবার চমক দেখিয়েছে সিঙ্গাপুর। গতকাল হারালো বারমুডাকে। ৭২ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান নাভিন পারাম সাফল্যের রহস্যের কথা জানালেন। হকির অভিজ্ঞতাই নাকি তার ক্রিকেটে কাজে এসেছে।
অভিজ্ঞতার গল্প শোনালেন গণমাধ্যমকে,
‘ক্রিকেটের আগে আমি হকি খেলতাম। এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। কারণ হকি খেলার জন্য আমার হাতের কবজি বেশি শক্তিশালী হয়েছে। ঐ স্কিলগুলোই আমি ক্রিকেটে কাজে লাগাচ্ছি। এজন্যই আমার শটগুলো অন্য দশজন ব্যাটসম্যানের মতো মনে হয় না।’
গতকাল ২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বারমুডার বিপক্ষে ৪১ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন নাভিন পারাম; ম্যাচটি সিঙ্গাপুর জিতেও নেয় ৫ উইকেটে। ৭২ রানের ঝড়ো ইনিংসের মধ্যে নাভিন পারাম ‘৩৬০ ডিগ্রি শট’ খেলেছেন বেশ কয়েকবার। এই দক্ষতার বিষয়েও বললেন পারাম,
‘কয়েক বছর ধরেই আমি কোচ, মেন্টরদের সাথে ৩৬০ ডিগ্রির শট নিয়ে কাজ করে যাচ্ছি। বারমুডার বিপক্ষে এইগুলো কাজে লেগেছে ভালোভাবেই। যখন আমি ব্যাটিং করি, তখন চেষ্টা থাকে ফিল্ডারদের মাঝে দিয়েই বল পাঠানো। দলে সবার দায়িত্বই ভাগ করা আছে। আমি যদি নিজের দায়িত্বটা পালন করতে পারি, দলই ভালো ফল করবে। বোলাররাও আমাদের মতো চাপে থাকে। মাঝে মাঝে অন্যরকম শটে বাউন্ডারি মেরে তাদের সেই চাপটা আরও বাড়িয়ে দেওয়া যায়।’