

১১ দফা দাবি নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুরের একাডেমি মাঠে একে একে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা লিখিত বক্তব্য পড়ে শোনান। ক্রিকেটারদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত বাংলাদেশে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। এরপর থেকে শঙ্কায় পড়েছে বাংলাদেশের ভারত সফর। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আশাবাদী এই সফর নিয়ে।
বিসিসিআইয়ের এক মুখপাত্র বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘট প্রসঙ্গে ও ভারত-বাংলাদেশ সিরিজের সম্ভাব্যতা নিয়ে বলেন, ‘বিসিসিআই অপেক্ষা করবে, এবং এই ব্যাপারটা কাছ থেকে দেখবে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীন ব্যাপার। যতক্ষণ না আমরা তাঁদের কাছ থেকে কিছু শুনছি তার আগে আমাদের এটা নিয়ে মন্তব্য করার দরকার নেই।’
বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা অবশ্য এই বিষয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপ কাজে দেবে বলে মনে করছেন। তিনি বলেন, ‘ভারত সফরে কোলকাতায় একটি টেস্ট আছে। লোকাল কানেকশন বিবেচনায় কোলকাতা টেস্ট নিয়ে বাংলাদেশের সমর্থকদের অনেক আগ্রহ থাকার কথা। ঢাকা ও এর আশেপাশের শহর থেকে অনেকেই কোলকাতায় বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ দেখার জন্য আসার কথা। যদি ওরকম অবস্থা আসে তাহলে আমি বিশ্বাস করি আমাদের বোর্ড প্রেসিডেন্টের কথা ওরা আমলে নেবে।’
পরে এই ব্যাপারে কথা বলেছেন খোদ সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘এটা তাঁদের অভ্যন্তরীন ব্যাপার। কিন্তু আমি মনে করি তাঁরা এই সংকট কাটিয়ে উঠবে এবং তাঁরা ভারত সফরে আসবে।’
উল্লেখ্য, দেশের ক্রিকেট ইতিহাসে নিজেদের দাবি দাওয়া নিয়ে ক্রিকেটাররা এর আগে এতটা কঠোর আন্দোলনে নামেনি। আজ (২১ অক্টোবর) মিরপুর একাডেমি মাঠে শতাধিক ক্রিকেটার নিয়ে সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন দাবি মানার আগ পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। তবে সামনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থাকায় বয়সভিত্তিকের ক্রিকেটারদের নিজেদের ধর্মঘটের অংশ করেনি সাকিবরা তবে জানিয়েছেন চাইলে নারী ক্রিকেটাররাও যোগ দিতে পারেন তাদের সাথে।