

মাহমুদউল্লাহর লড়াকু ইনিংসেও শেষ রক্ষা হলোনা ঢাকা মেট্রোর। আবু জায়েদ রাহির তোপে শেষ দিনে লিড বড় করতে পারেনি ঢাকা মেট্রো। বগুড়ায় ঢাকা মেট্রোর দেওয়া ২০১ রানের লক্ষ্য ইমতিয়াজ-জাকির হোসেনের ব্যাটে হেসেখেলেই তাড়া করে সিলেট।
৬ উইকেটে ২২৫ রানে দিন শুরু করা ঢাকা মেট্রো আজ (২০ অক্টোবর) ৪৮ রানের বেশি যোগ করতে পারেনি। ৯৫ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহ আজ পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১২ তম সেঞ্চুরি। সেঞ্চুরির পর অবশ্য বেশি দূর এগোতে পারেননি।
আবু জায়েদ রাহির বলে বোল্ড হওয়ার আগে ২৪৩ বলে ৬ চার ১ ছক্কায় ১১১ রানে থামেন রিয়াদ। রিয়াদের বিদায়ের পর আগের দিন ২৯ রানে অপরাজিত থাকা শহিদুলও ৪২ রান করে ফিরে গেলে ঢাকা মেট্রোর সংগ্রহ আর বড় হতে পারেনি। যদিও ১৫ রান করা আবু হায়দার চেষ্টা করেছিলেন ক্রিজে টিকে থাকার। কিন্তু লাঞ্চের আগে আবু জায়েদ রাহির আগুন ঝরানো বোলিংয়ের শিকার হয়ে রনিকে থামতে হয়। ঢাকা মেট্রোর শেষ চার উইকেটই রাহির শিকার, মেট্রো থামে ২৭৩ রানে।
View this post on Instagram
বগুড়ায় ১১১ রান করা মাহমুদউল্লাহকে বোল্ড করেছেন আবু জায়েদ রাহি। ২৫ ওভার বল করে মেইডেন দিয়েছেন ৯ টি।
২০১ রানের লক্ষ্যে তাড়ায় বিনা উইকেটে ২ রান তুলে লাঞ্চে যায় সিলেট। লাঞ্চের পর ২৪ রানের মাথায় ওপেনার তৌফিক খান (১০) আরাফাত সানির শিকার হয়ে ফিরে গেলে আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন তান্নার ব্যাটে বিপাকে পড়তে হয়নি সিলেটকে। তিন নম্বরে নামা জাকির হোসেনকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৬২ রান। ১০৫ বলে ৭ চারে ৭২ রান করে মানিক খানের বলে বোল্ড হয়ে ফেরেন জাকির।
জাকির সেঞ্চুরি মিস করলেও ১১০ রানের দুর্দান্ত এক ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইমতিয়াজ। ১৭০ বলে সেঞ্চুরিতে পৌঁছানো ইমতিয়াজ ১৭৮ বলে ১১ চার ১ ছক্কায় ১১০ রানে ও আফিফ হোসেন ৮ রানে অপরাজিত থাকেন। ৮ উইকেটের বড় জয়ে সিলেট ভুলতে পারে আগের ম্যাচের বড় হারের লজ্জা।
দুই ইনিংসেই ৭০ ছাড়ানো ইনিংস (৭১ ও ৭২) খেলে ম্যাচসেরা হন জাকির হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা মেট্রো ১ম ইনিংস ২৪৬/১০ (৮৩.৪), নাইম ২৩, রাকিন ১৭, শামসুর ০, আল আমিন ২০, মাহমুদউল্লাহ ৬৩, জাবিদ ১২, বিপ্লব ৩, শহিদুল ৫৪, রনি ২৫, সানি ৫, মানিক ৭*; ইমরান ৯-১-২০-১, এনামুল ২২-৪-৫২-২, রেজাউর ১৯-১-৭৫-৪, রাহাতুল ৭.৪-০-২৫-১, কাপালি ৮-২-২৩-২
সিলেট ১ম ইনিংস ৩১৯/১০ (৮৪.৫), তান্না ০, তৌফিক ৬১, এনামুল ৬, জাকির ৭১, কাপালি ৫৪, আফিফ ২৩, জাকের ৭১, রাহাতুল ১, রাহি ০, রেজাউর ১৯*, ইমরান ০; রনি ১৬.৫-৪-৫৫-৫, শহিদুল ১৬-৫-৪৮-৩, বিপ্লব ১৩-০-৭৯-১, আল আমিন ৬-০-২৩-১
ঢাকা মেট্রো ২য় ইনিংস ২৭৩/১০ (১১৯), নাইম ১০, রাকিন ১৪, শামসুর ১৭, আল আমিন ১৩, মাহমুদউল্লাহ ১১১, জাবিদ ২৫, বিপ্লব ১০, শহিদুল ৪২, রনি ১৫, সানি ১, মানিক ০*; রাহি ২৫-৯-৪৯-৪, রেজাউর ১৮-২-৪৭-১, রাহাতুল ১০-২-২৪-১, ইমরান ১২-৩-৩৫-২, এনামুল ৩৮-৯-৮৮-২
সিলেট ২য় ইনিংস ২০৪/২ (৫২.৩), তান্না ১১০*, তৌফিক ১০, জাকির ৭২, আফিফ ৮*; সানি ১২-২-৩৫-১, মানিক ৫.৩-০-২৫-১।
ফলাফলঃ সিলেট ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ জাকির হাসান (সিলেট)।