

রাঁচি টেস্টে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পরই থামলেন রোহিত শর্মা। আগের দিন ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছানো রোহিত আজ দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডিকে ছক্কা মেরেই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন রোহিত শর্মা।
১৯৯ রানে অপরাজিত থেকে লাঞ্চে যাওয়া রোহিত শর্মা লাঞ্চের পর ২ ছক্কায় করতে পেরেছেন ১৩ রান। আর এতেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় এই ব্যাটসম্যান। চলতি সিরিজেই প্রথমবারের মত টেস্টে ওপেনিং অভিষেক হয় রোহিতের। সিরিজে এই নিয়ে তৃতীয় সেঞ্চুরি (১৭৬, ১২৭, ২১২) রোহিতের।
212 (255) out. 28 4s, 6 6s.
— Cricket97 (@cricket97bd) October 20, 2019
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান রোহিত। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ ও ক্রিস গেইলের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ডাবল হাঁকানো ব্যাটসম্যান হয়েছেন আজ রোহিত।
২০০৫ সালের পর ভারতীয় কোন ওপেনার হিসেবে টেস্ট সিরিজে ৫০০ এর বেশি রান করলেন রোহিত। চলতি সিরিজে রোহিতের রান ৫১৯। এর আগে ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৫০০ এর বেশি রান করেছিলেন বীরেন্দর শেবাগ।
২১২ রানে সাজঘরে ফেরা রোহিত ঘরের মাটে টেস্ট গড়ের দিক দিয়ে পেছনে ফেললেন ডন ব্র্যাডম্যানকেও। বর্তমানে রোহিতের গড় ৯৯.৮৪ যেখানে ডন ব্র্যাডম্যানের ঘরের মাঠে গড় ৯৮.২২! রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে প্রথমবার ভারতীয় তিন ব্যাটসম্যান (মায়াঙ্ক আগারওয়াল, ভিরাট কোহলি ও রোহিত শর্মা) একই সিরিজে ডাবল সেঞ্চুরি করলেন।
ছক্কার রেকর্ডে গতকালই গড়েছেন রেকর্ড, আজ আরও দুই ছক্কায় ব্যবধান নিলেন বাড়িয়ে। এক সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর (১৭) রেকর্ড গতকালই নিজের করেছেন, পেছনে ফেলেছেন এক বছর আগে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমেয়ারের (১৫) রেকর্ড। আজ দুই ছক্কায় ব্যবধান নিলেন আরও বাড়িয়ে (১৯)। চলতি বছর সবচেয়ে বেশি টেস্ট ছক্কার রেকর্ডও এখন রোহিতের, পেছনে পড়েছেন বেন স্টোকস (১৫)।