

সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে রানের চাপে পিষ্ট রংপুর বিভাগ লিটন দাসের সেঞ্চুরিতে পাল্টা জবাবের চেষ্টায়, আবারও ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাসির হোসেন।
আগের দিন ৪৮৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করা রংপুরের লিটন দাস অপরাজিত ছিলেন ৫১ রানে, নাইম ইসলাম ৮ রানে। আজ (তৃতীয় দিন) প্রথম শ্রেণির ২৩ তম হাফ সেঞ্চুরিকে রুপ দিয়েছেন ১৪ তম সেঞ্চুরিতে।
লাঞ্চের আগেই ১৩৩ বলে ১৩ চারে সেঞ্চুরিতে পৌঁছান লিটন, তাকে যোগ্য সঙ্গ দেন নাইম ইসলাম। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৫৪ রান। ১৮৯ বলে ১৪ চারে ১২২ রান করে সুমন খানের বলে লিটন ফিরলে ভাঙে জুটি।
লিটনের পর দ্রতই ফেরেন রংপুর অধিনায়ক নাসির হোসেনও। ১০ বলে মাত্র ১ রান করে সুমন খানের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখা নাসির। রংপুরের হয়ে লড়াই করছেন নাইম ইসলাম, আরিফুল হককে নিয়ে চেষ্টা করছেন দলীয় সংগ্রহ বড় করার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাইম অপরাজিত ১৭২ বলে ৭৪ রানে, আরিফুল হক উইকেটে আছেন ১৭ রানে। রংপুরে সংগ্রহ ৪ উইকেটে ২২৮ রান। আজকের দিনের দুটি উইকেটই সুমন খানের, আগের দিন দুই উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল।