

একজন লেগ স্পিনারের আক্ষেপ বাংলাদেশের বহুদিনের। ভালো মানের লেগ স্পিনার না উঠে আসার জন্য বিসিবিকেও কম দায়ী করা হয়নি নিকট অতীতে। সাম্প্রতিক সময়ে কাঠামোগত নানা বদলের মধ্যে লেগ স্পিনার ইস্যুতেও বেশ সচেষ্ট বিসিবি। এমনকি ঘরোয়া ক্রিকেটে একাদশে লেগ স্পিনার রাখার বাধ্যবাধকতার নিয়মও চালু হয়েছে, অথচ চলতি জাতীয় লিগে দলগুলো স্কোয়াডে লেগ স্পিনার রেখেও খেলাচ্ছেনা। ইতোমধ্যে কারণ দর্শানোর জন্য জরুরি তলব করা হয়েছে দুই কোচকেও।
আজ (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে তরুণ লেগ স্পিনার রিশাদ ও জুবায়ের হোসেন স্কোয়াডে থাকলেও পাননি একাদশে সুযোগ। বিসিবির তরফ থেকে এত জোর দিয়ে বলার পরেও একাদশে জায়গা না দেওয়া রিশাদের রংপুর বিভাগের কোচ ও লিখনের ঢাকা বিভাগীয় দলের কোচকে তলব করেছে বিসিবি।
ভারত সফরের দল নির্বাচন, বিপিএলসহ নানা ইস্যুতে আজ (১৭ অক্টোবর) বোর্ড সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এবারও আপনারা দেখেছেন এনসিএল হচ্ছে, এত কিছু বলার পরও আসলে সমস্যা কেন যে হয় এটা বলা মুশকিল। আমরা লেগ স্পিনার নিয়ে এত কথা বলছি, আমাদের রিশাদ তাকে কিন্তু খেলানো হয়নি। লিখনকেও খেলায়নি। আমরাতো আজ নিশ্চিত ছিলাম এরা নামছে, এত কিছু বলার পরেও একাদশ নির্বাচকরা যদি না খেলায়।’
দুই দলের কোচকে ডাকা হয়েছে উল্লেখ করে পাপন যোগ করেন, ‘এই নিয়ন্ত্রণটা আমাদের হাতে কেন নাই? আপাতত যেটা করেছি এনসিএলে কেন খেলায়নি এজন্য দুই কোচকেই তলব করা হয়েছে। কেন বলার পরেও তাদের খেলানো হয়নি এই প্রশ্নের জবাব দিবে তারা।’
লেগ স্পিনার তৈরিতে বেশি বেশি সুযোগ দেওয়ার পক্ষে বিসিবি সভাপতি, ‘বলে দেওয়ার পরেও খেলাচ্ছেনা। লেগ স্পিনারদের তো খেলাতে হবে। না খেলে ওরা আসবে কীভাবে? এটা কমন সংস্কৃতি হয়ে গেছে যে লেগ স্পিনারদের আমরা খেলার সুযোগ করে দিচ্ছিনা।’