

জাতীয় লিগে নিজের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচেই চট্টগ্রামের বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের পর আজ (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডেও দলের বিপর্যয়ে ব্যাট হাতে লড়াই করেছেন বলা চলে একাই। তবে ১ম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আটকে গেছেন ‘৬৩’ এর গেরোতে।
বগুড়ায় সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোর ইঙ্গিত দিয়েছেন ঢাকা মেট্রোর দুই ওপেনার মোহাম্মদ নাইম (২৩) ও রাকিন আহমেদ (১৭)। তবে লাঞ্চের আগে ৭১ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপদেই পড়ে ঢাকা মেট্রো।
মাহমুদউল্লাহ ও মোহাম্মদ আল আমিন চেষ্টা করেন বিপর্যয় কাটানোর। দুজনের ৪০ রানের জুটি ভাঙ্গে লাঞ্চের পর আল আমিন ২০ রান করে ফিরলে। ১০০ রানের আগেই পাঁচ উইকেট হারানো মেট্রোর হয়ে একাই লড়েন রিয়াদ।
দলীয় ১৫১ রানে ৭ম ব্যাটসম্যান হিসেবে রিয়াদ যখন ফিরছেন ততক্ষণে নামের পাশে লেখা হয় ৬৩ রান। প্রথম রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষেও প্রথম ইনিংসে সমান ৬৩ রানই করেন। আজ ১০৮ বলের ইনিংসটি সাজান ৮ চারে।
চা বিরতির আগে ঢাকা মেট্রোর সংগ্রহ ৭ উইকেটে ১৫৯ রান। সিলেটের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন রেজাউর রহমান রাজা। এনামুল হক জুনিয়র নেন দুটি ও ইমরান আলি নেন একটি উইকেট।