

জাতীয় লিগে টায়ার-১ এর দ্বিতীয় রাউন্ডে একে অপরের মুখোমুখি হয়েছে রাজশাহী ও খুলনা। এই ম্যাচ দিয়েই মাঠের ক্রিকেটে ফিরলেন মুস্তাফিজুর রহমান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে আগে রাজশাহীকে ব্যাট করাতে পাঠান খুলনা বিভাগীয় দলের অধিনায়ক আব্দুর রাজ্জাক।
খুলনার হয়ে প্রথম ওভার করতে আসেন মুস্তাফিজুর রহমান। নিজের করা প্রথম ওভার থেকে ৪ রান দেন মুস্তাফিজ। ঐ ওভারে একমাত্র বাউন্ডারি মারেন মিজানুর রহমান। পরের ওভারে ঐ মিজানুর রহমানকেই ফেরান ফিজ। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিজানুর রহমান।
রাজশাহী একাদশঃ
জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফরহাদ হোসেন (অধিনায়ক), ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাকির হোসেন (উইকেটরক্ষক) ও মোহর শেখ অন্তর।
খুলনা একাদশঃ
ইমরুল কায়েস, সৌম্য সসরকার, মোহাম্মদ মিঠুন, তুষার ইমরান, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), খান আব্দুর রাজ্জাক (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন।