

বিপিএল নিয়ে আলোচনা -সমালোচনার কমতি নেই। ক্ষণে ক্ষণে বদলিয়েছে রঙ। বিলিএলের আসন্ন আসর নিয়ে বিসিবির কর্তারা বিভিন্ন সময় দিয়েছেন ভিন্ন ভিন্ন বক্তব্য। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান আস্বস্ত করলেন বিপিএল নিয়ে চূড়ান্তভাবে তিনি যে সিদ্ধান্ত দিয়েছে সে মাফিকই চলছে সবকিছি।
ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তির মেয়াদ শেষ, নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বিশেষ বিপিএল আয়োজনের পরিকল্পনা নেয় বিসিবি। স্পন্সর হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ত থাকার সুযোগ থাকলেও আগ্রহ দেখায়নি কেউই ফলে নতুন স্পন্সর খুঁজতে শুরু করে বিসিবি।
কয়েকটি স্পন্সর ইতোমধ্যে নিশ্চিত হলেও অন্যান্য আয়োজন যথাসময়ে সম্পন্ন করা নিয়ে জাগে শঙ্কা। তবে বোর্ডের উচ্চ পর্যায়ের কর্তারা ভিন্ন ভিন্ন মন্তব্য করে সেই শঙ্কাটা যেন বাড়িয়ে দিয়েছিলেন আরও। কিন্তু বিসিবি সভাপতি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যথাসময়ে বিপিএল না হওয়ার কোন কারণ দেখেন না তিনি।
গতকাল (১৫ অক্টোবর) আইসিসির নির্বাহী সভা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি বস জানান বিপিএল নিয়ে তার দেওয়া শুরুর বক্তব্যের সাথে নড়চড় হবেনা কিছুই। এ প্রসঙ্গে তিনি বলেন,’আমার মনে হয় আমি প্রথম দিন যেটি বলেছি সেটাই, আর কোনো পরিবর্তন নেই।’
বিসিবি নিজস্ব ব্যবস্থাপনায় করতে যাচ্ছে আসন্ন বিপিএল, দেশের ক্রিকেটের স্বার্থে আনতে চাচ্ছেন কিছু বাধ্যবাধকতা। সবকিছুই ঠিক থাকবে উল্লেখ করে তিনি যোগ করেন,’আমরা নিজেরা চালাবো, এসব যা যা বলেছিলাম সবই ঠিক আছে। দল যে ঠিক করবো এখানে লেগ স্পিনার একজনকে চাচ্ছি রাখতে। স্থানীয় খেলোয়াড়রা নিয়মিত যে পজিশনে খেলে সেখানেই যেন খেলতে পারে, এগুলো তো প্রথম দিনই বলে দিয়েছি।’
সবকিছু মিলিয়ে বিপিএলের সূচীতে কোন পরিবর্তন আসার কারণ দেখেননা নাজমুল হাসান পাপন,’কাজেই এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আর আমি কোনো কারণ দেখি না বিপিএল শিফট হওয়ার। আমি এখন পর্যন্ত শিফট হওয়ার কারণ আছে বলে আমার জানা নেই।’