

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশের যে দলটা ফর্মের তুঙ্গে সেটি হল অনূর্ধ্ব-১৯ দল। ১৯ না পেরোনো যুবারা কি ঘরের মাঠ কি ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মত বিরুদ্ধ কন্ডিশন নিয়মিত সফলতা ছিনিয়ে আনছেন। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ, এর আগে দলের এমন পারফরম্যান্স বেশ আশাবাদী করছে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজানকে।
সবশেষ নিউজিল্যান্ড সফরের সাফল্য সামনের সিরিজগুলোতে কাজে দিবে উল্লেখ করে সেজান জানান, ‘নিউজিল্যান্ড সফরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন- বিশ্বকাপটা দক্ষিণ আফ্রিকার মাটিতে, তাই বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলতে পারা জরুরী ছিল। ছেলেরা ওখানে ভালো খেলার পেছনে কারণ হল দল হিসেবে খেলেছে। ওখান থেকে অনেক কিছু শেখার আছে বলেও মনে করি। আমার কাছে মনে হয় দল হিসেবে বেশ ভালো খেলার পাশাপাশি কিছু ব্যক্তিগত পারফরম্যান্সও আমরা দেখেছি যেগুলো সামনের সিরিজ যেমন শ্রীলঙ্কা ও বিশ্বকাপে কাজে দিবে।’
বাংলাদেশের পেস ভান্ডার কখনই সমৃদ্ধ ছিলনা। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দল কিংবা পাইপলাইনে যাদের আনাগোনা তারাও উঠে এসেছেন বয়সভিত্তিক থেকে। বর্তমান যুবাদের মধ্যে পেসার শরিফুল ইসলাম কেড়েছেন আলাদা নজর ,তবে নির্বাচক সেজান বলছেন তাদের হাতে আছে আরও কিছু পেস সম্পদ।
তবে দরকার সঠিক পরিচর্যার, ‘অনেক বছর আমরা ভালো মানের পেসার পাইনি। সাম্প্রতিক সময়ে আমাদের হাতে কয়েকজন এসেছে যারা প্রত্যেকেই ভালো। তারা প্রতিনিয়ত শিখছে, শরিফুলের মত আরও কয়েকজন আছে। সাকিব (তানজিম হাসান সাকিব), মৃত্যুঞ্জয় সেও অলরাউন্ডার, মেহেদি,শাহিন আলম রয়েছে। অনেকগুলো পেসার কিন্তু আমরা এবছরই পেয়েছি। এদের সঠিক পরিচর্যা করতে পারলে আমার বিশ্বাস ভবিষ্যতে এরাই সামলাতে পারবে জাতীয় দলের পেস বোলিং ইউনিট।’
লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের আক্ষেপের কমতি নেই, জুবায়ের হোসেন লিখনের পর আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে স্বপ্ন দেখা শুরু। তবে বয়সভিত্তিকে কাজ করার সুবাধে এহসানুল হক সেজান ধরতে পেরেছেন লেগ স্পিনার তৈরিতে কেন পিছিয়ে বাংলাদেশ, ‘আসলে দেখেন রোল মডেল একটা বড় ব্যাপার। আমাদের তরুণ ক্রিকেটাররা কিন্তু রোল মডেল হিসেবে জাতীয় পর্যায়ে কোন লেগ স্পিনারকে দেখে বড় হয়নি। আমি যেহেতু তৃণমূলে কাজ করি, একটা জিনিস খেয়াল করেছি লেগ স্পিনার হওয়ার ক্ষুদা কিন্তু ছেলেদের বেড়েছে।’
লেগ স্পিনে তরুণদের আগ্রহ বোঝাতে গিয়ে বয়সভিত্তিক দলের নির্বাচক আরও যোগ করেন, ‘তারা ভালো করুক খারাপ করুক আগ্রহ যে বেড়েছে এটা ধরে রাখতে হবে। আমরা যখন বয়সভিত্তিকে ১০ টা স্পিনার ডাকি দেখা যায় তাদের মধ্যে পাঁচ জনই লেগ স্পিনার। এটা আশার ব্যাপার, প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে। এটার জন্য সময়ও লাগবে, অনেকের মধ্যেই সম্ভাবনা আছে।’